মুম্বই , 30 মার্চ : মারলাপাকা গাধিঁ পরিচালিত ও নিথিন অভিনীত নতুন ছবি মাইস্ট্রো ৷ এই ছবিটি জাতীয় পুরষ্কার প্রাপ্ত হিন্দি ছবি আন্ধাধুনের রিমেক হতে চলেছে ৷ ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে নিথিনকে, এবং একই সঙ্গে দেখাযাবে নভা নতেশ ও তামান্না ভাটিয়াকে ৷
ছবিটি মূলত হতে চলেছে হাস্যরসাত্মক ক্রাইম থ্রিলার ছবি ৷ যেখানে এর আগে পিয়ানো বাজাতে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে ৷ আর সেই সঙ্গেই কিছু অপরাধের ঘটনাও ঘটেছিল এই ছবিতে ৷ যার সাক্ষী ছিলেন ছবির অভিনেতা ৷ বক্স অফিসে সাড়ে চারশো কোটি টাকারও বেশি রোজগার করেছিল এই ছবি ৷ যা থেকে প্রমান হয়েই যায় যে ছবিটি কতখানি পছন্দ হয়েছিল দর্শকদের ৷
আন্ধাধুনের রিমেক ছবি মাইস্ট্রোতে আয়ুষ্মান জায়গায় দেখাযাবে নিথিনকে ও তাঁকে রোম্যান্স করতে দেখাযাবে অভিনেত্রী নভা নতেশের সঙ্গে ৷ অন্যদিকে তামান্না ভাটিয়াকে একটু অন্য রূপেই দেখতে পাবে দর্শক, যা এখন প্রকাশ করা হয়নি ৷
আজই প্রকাশ করা হয়েছে ছবিটির নাম ও পোস্টার ৷ ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে 11 জুন ৷ এখন এটাই দেখার তেলুগু রিমেক করা এই ছবি কতখানি দৃষ্টি আকর্ষণ করতে পারে দর্শকদের ৷