মুম্বই : সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে OTT প্ল্যাটফর্মে । সেই নিয়ে দর্শকের মধ্যে তুমুল উত্তেজনা । সেই উত্তেজনার আগুনে একটু ঘি ঢাললেন আয়ুষ্মান । শেয়ার করলেন ছবির প্রথম ঝলক ।
এটিকে ঠিক টিজ়ার বলা যায় না । আয়ুষ্মানের পোস্ট করা ভিডিয়োতে পরিচয় করানো হয়ে গুলাবো আর সিতাবোর সঙ্গে । অ্যানিমেটেড পোস্টারের সঙ্গে নেপথ্যে ভয়েজ় ওভার দিয়ে ।
"এটা গুলাবো আর এটা সিতাবো...এ হজরতগঞ্জে থাকে, আর এ থাকে আমিনদাবাদের জরবার ঝালেতে..এরা দু'জনেই চাঁদনি চকে ঘুরে বেড়ায় । আর এরা দু'জনেই খুব হুশিয়ার আর চালাক ।" এভাবেই পরিচয় করানো হয় দুই ছাগলের, থুড়ি গুলাবো আর সিতাবোর ।
ভিডিয়োটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, "খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ট্রেলার" । ছবিটি অ্যামাজ়ন প্রাইমে 12 জুন মুক্তি পেতে চলেছে । দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">