মুম্বই : আজ কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী । হাজার ব্যস্ততার মধ্য়েও আয়ুষ্মান ভুললেন না দিনটিকে । নিজের গলায় কিশোরের গাওয়া সেই বিখ্যাত গান 'ও মাঝি রে' গাইলেন অভিনেতা ।
যদিও ভিডিয়োটি পুরোনো, তাতে কি এসে যায় ? আয়ুষ্মানের জীবনে যে কিশোরের কী অবদান তা সবাই জানেন । 'ড্রিম গার্ল' ছবিটি নাকি কিশোরের থেকে অনুপ্রাণিত হয়েই বেছেছিলেন খুরানা ।
কিশোরের গাওয়া 'আকে সিধি লগি দিল পে' গানটি আয়ুষ্মানকে নাড়িয়ে দিয়েছিল । একজন গায়ক যখন ছেলে আর মেয়ে দু'জনের কণ্ঠেই গান গাইতে পারে, তখন একজন অভিনেতা কেন অভিনয় করতে পারবে না ?
সেই আত্মবিশ্বাসেই ছবিটি করেন খুরানা । আর তা সুপার ডুপার হিট হয় । এমন ইন্সপিরেশনকে কি ভুলতে পারেন তিনি ? দেখে নিন আয়ুষ্মানের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">