ETV Bharat / sitara

শিশুদের যৌন হেনস্থার বিরুদ্ধে প্রচারে আয়ুষ্মান

author img

By

Published : Oct 22, 2019, 11:33 AM IST

POCSO আইন সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না । আর সরকারের লক্ষ্য হল শিশুদের যৌন হেনস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা । এর বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে অবগত করা । সেই কাজটি করবেন আয়ুষ্মান খুরানা ।

ছবি

মুম্বই : প্রায় রোজই দেশের কোথাও না কোথাও যৌন হেনস্থার শিকার হয় শিশুরা । এবার তাদের যৌন হেনস্থা রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা । সরকার ও UNICEF-এর তরফে যৌথভাবে তাঁকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ।

POCSO আইন সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না । আর সরকারের লক্ষ্য হল শিশুদের যৌন হেনস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা । এর বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে অবগত করা । সেই কাজটি করবেন আয়ুষ্মান খুরানা ।

অভিনেতার কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে আমি সব সময় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে প্রচার করতে চাই । শিশুদের উপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদ আমাদের সবার করা উচিত । POCSO আইনে দোষীদের কঠিন শাস্তির বিধান রয়েছে । মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে । সরকার ও UNICEF-এর এই পদক্ষেপ সত্যিই অসাধারণ ।"

কাজের দিক থেকে এখন 'বালা' ছবিটি নিয়ে খুবই ব্যস্ত আয়ুষ্মান । এক টাক মাথার ব্যক্তির জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

মুম্বই : প্রায় রোজই দেশের কোথাও না কোথাও যৌন হেনস্থার শিকার হয় শিশুরা । এবার তাদের যৌন হেনস্থা রোধে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন আয়ুষ্মান খুরানা । সরকার ও UNICEF-এর তরফে যৌথভাবে তাঁকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ।

POCSO আইন সম্পর্কে অনেকেই সঠিকভাবে জানেন না । আর সরকারের লক্ষ্য হল শিশুদের যৌন হেনস্থা সম্পর্কে মানুষকে সচেতন করা । এর বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলি সম্পর্কে অবগত করা । সেই কাজটি করবেন আয়ুষ্মান খুরানা ।

অভিনেতার কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে আমি সব সময় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে প্রচার করতে চাই । শিশুদের উপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদ আমাদের সবার করা উচিত । POCSO আইনে দোষীদের কঠিন শাস্তির বিধান রয়েছে । মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে । সরকার ও UNICEF-এর এই পদক্ষেপ সত্যিই অসাধারণ ।"

কাজের দিক থেকে এখন 'বালা' ছবিটি নিয়ে খুবই ব্যস্ত আয়ুষ্মান । এক টাক মাথার ব্যক্তির জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে ।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.