ETV Bharat / sitara

প্রকাশ্যে এল 'গুলাবো সিতাবো' ছবিতে আয়ুষ্মানের ফার্স্ট লুক - Gulabo Sitabo news

প্রকাশ্যে এল সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিতে আয়ুষ্মান খুরানার ফার্স্ট লুক।

Ayushmann Khurrana in Gulabo Sitabo
author img

By

Published : Oct 30, 2019, 10:10 PM IST

মুম্বই : একসঙ্গে ভিকি আর ভাস্কর...ভাবছেন এঁরা কারা ? এঁরা হলেন সুজিত সরকার সৃষ্ট দু'টি চরিত্র। 'ভিকি ডোনর'-এর আয়ুষ্মান ও 'পিকু'-র অমিতাভ বচ্চন এবার একসঙ্গে 'গুলাবো সিতাবো' ছবিতে।

কয়েকমাস আগে সামনে এসেছিল এই ছবিতে অমিতাভের চরিত্রটির ফার্স্ট লুক। আর আজ সামনে এল আয়ুষ্মানের প্রথম লুক। একেবারে সাদামাটা পোশাকে তাঁকে পাশের বাড়ির ছেলে মনে হচ্ছে ঠিক। আর তাঁর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন প্রস্থেটিক মেকআপে প্রায় অচেনা অমিতাভ।

এই ছবির সঙ্গে এটাও জানা গেল যে, 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে 2020 সালের 28 ফেব্রুয়ারি। পুতুলনাচের মতো প্রায় অবলুপ্ত এক শিল্পকে তুলে ধরা হবে ছবিটিতে।

  • IT'S OFFICIAL... New release date... #GulaboSitabo to release *earlier*: 28 Feb 2020... Stars Amitabh Bachchan and Ayushmann Khurrana... Directed by Shoojit Sircar... Here's the first look of Ayushmann from the film: pic.twitter.com/wCZMZMXx29

    — taran adarsh (@taran_adarsh) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে সুজিতের পরিচালনায় আয়ুষ্মান ও অমিতাভ দু'জনেই অভিনয় করেছেন। কিন্তু, এই প্রথম তাঁরা একসঙ্গে। দুই দক্ষ অভিনেতা ও এক দক্ষ পরিচালকের মেলবন্ধন দর্শকের কাছে যে কতটা আকর্ষণীয় হতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুদিন তো অপেক্ষা করতেই হবে...সবুরেই তো মেওয়া ফলে।

Ayushmann Khurrana in Gulabo Sitabo
ছবিতে অমিতাভের লুক...

মুম্বই : একসঙ্গে ভিকি আর ভাস্কর...ভাবছেন এঁরা কারা ? এঁরা হলেন সুজিত সরকার সৃষ্ট দু'টি চরিত্র। 'ভিকি ডোনর'-এর আয়ুষ্মান ও 'পিকু'-র অমিতাভ বচ্চন এবার একসঙ্গে 'গুলাবো সিতাবো' ছবিতে।

কয়েকমাস আগে সামনে এসেছিল এই ছবিতে অমিতাভের চরিত্রটির ফার্স্ট লুক। আর আজ সামনে এল আয়ুষ্মানের প্রথম লুক। একেবারে সাদামাটা পোশাকে তাঁকে পাশের বাড়ির ছেলে মনে হচ্ছে ঠিক। আর তাঁর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন প্রস্থেটিক মেকআপে প্রায় অচেনা অমিতাভ।

এই ছবির সঙ্গে এটাও জানা গেল যে, 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে 2020 সালের 28 ফেব্রুয়ারি। পুতুলনাচের মতো প্রায় অবলুপ্ত এক শিল্পকে তুলে ধরা হবে ছবিটিতে।

  • IT'S OFFICIAL... New release date... #GulaboSitabo to release *earlier*: 28 Feb 2020... Stars Amitabh Bachchan and Ayushmann Khurrana... Directed by Shoojit Sircar... Here's the first look of Ayushmann from the film: pic.twitter.com/wCZMZMXx29

    — taran adarsh (@taran_adarsh) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে সুজিতের পরিচালনায় আয়ুষ্মান ও অমিতাভ দু'জনেই অভিনয় করেছেন। কিন্তু, এই প্রথম তাঁরা একসঙ্গে। দুই দক্ষ অভিনেতা ও এক দক্ষ পরিচালকের মেলবন্ধন দর্শকের কাছে যে কতটা আকর্ষণীয় হতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুদিন তো অপেক্ষা করতেই হবে...সবুরেই তো মেওয়া ফলে।

Ayushmann Khurrana in Gulabo Sitabo
ছবিতে অমিতাভের লুক...
Intro:Body:

প্রকাশ্যে 'গুলাবো সিতাবো' ছবিতে আয়ুষ্মানের ফার্স্ট লুক



প্রকাশ্যে এল সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো' ছবিতে আয়ুষ্মান খুরানার ফার্স্ট লুক।



মুম্বই : একসঙ্গে ভিকি আর ভাস্কর...ভাবছেন এঁরা কারা ? এঁরা হলেন সুজিত সরকার সৃষ্ট দু'টি চরিত্র। 'ভিকি ডোনর'-এর আয়ুষ্মান ও 'পিকু'-র অমিতাভ বচ্চন এবার একসঙ্গে এক ছবিতে 'গুলাবো সিতাবো' ছবিতে।



কয়েকমাস আগে সামনে এসেছিল এই ছবিতে অমিতাভের চরিত্রটির ফার্স্ট লুক। আর আজ সামনে এল আয়ুষ্মানের প্রথম লুক। একেবারে সাদামাটা পোশাকে তাঁকে পাশের বাড়ির ছেলে মনে হচ্ছে ঠিক। আর পাশে প্রস্থেটিক মেকআপে দাঁড়িয়ে প্রায় অচেনা অমিতাভ।



এই ছবির সঙ্গে এটাও জানা গেল যে, 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে 2020 সালের 28 ফেব্রুয়ারি। পুতুলনাচের মতো প্রায় অবলুপ্ত এক শিল্পকে তুলে ধরা হবে ছবিটিতে।



এর আগে সুজিতের পরিচালনায় আয়ুষ্মান ও অমিতাভ দু'জনেই অভিনয় করেছেন। কিন্তু, এই প্রথম তাঁরা একসঙ্গে। দুই দক্ষ অভিনেতা ও এক দক্ষ পরিচালকের মেলবন্ধন যে কতটা আকর্ষণীয় হতে পারে দর্শকের কাছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছুদিন তো অপেক্ষা করতেই হবে...সবুরেই তো মেওয়া ফলে।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.