ETV Bharat / sitara

লকডাউনেই মেয়ের জন্মদিন সাজিয়ে তুললেন আয়ুষ্মান-তাহিরা - আয়ুষ্মান খুরানার খবর

লকডাউনে চারিদিকে বন্ধ সবকিছু । কোরোনার কালো ছায়া বিরাজ করছে বিশ্বজুড়ে । তারই মধ্যে মেয়ের জন্মদিনটাকে একটু রঙিন করে তুললেন আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপ ।

ayushmann khurrana celebrates daighter varushka's birthday
ayushmann khurrana celebrates daighter varushka's birthday
author img

By

Published : Apr 21, 2020, 6:21 PM IST

Updated : May 7, 2020, 5:18 PM IST

মুম্বই : কোরোনার থাবায় আমরা কেউই সেলিব্রেশনের মুডে নেই । তবে বাচ্চারা কি অত কিছু বোঝে ? বিশেষ করে যার বয়স মাত্র 6 বছর, তার জন্য তো বার্থডে খুবই স্পেশাল ইভেন্ট । ঠিক যেমন আয়ুষ্মান আর তাহিরার মেয়ে বরুষ্কা । মেয়ের জন্মদিনকে একটু স্পেশাল বানাতে বাড়ি সাজানোর দায়িত্ব নিলেন বাড়ির সদস্যরাই ।

তাহিরা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রায় 10 দিন ধরে চলা সেই প্রস্তুতির ভিডিয়ো । নিজেদের হাতে তৈরি ডেকরেশন, বার্থডে ব্যানার, রঙিন ছাতা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে । তবে সবথেকে যে ব্যাপারটা ভালো লাগবে, তা হল পুরো বিষয়টাতে ছেলে-মেয়ে-বাবা-মায়ের পার্টিসিপেশন, একসঙ্গে মিলেমিশে কাজ করার আনন্দ ।

ayushmann khurrana celebrates daighter varushka's birthday
.

তাহিরা যেখানে ডেকরেশনের গুরুদায়িত্ব নিয়েছেন, সেখানে আয়ুষ্মানের দায়িত্বে রয়েছে একটি ট্রেজ়ার হান্ট গেম প্ল্যান করা বাচ্চাদের জন্য় । এছাড়াও গান শুনিয়ে সবাইকে এন্টারটেইন করার ভারও তাঁর উপর ।

বাড়িতে থেকেও মেয়ের জন্য একটা জমজমাট বার্থডে প্ল্যান করেছেন আয়ুষ্মান-তাহিরা । দেখে নিন সেই ভিডিয়ো..

মুম্বই : কোরোনার থাবায় আমরা কেউই সেলিব্রেশনের মুডে নেই । তবে বাচ্চারা কি অত কিছু বোঝে ? বিশেষ করে যার বয়স মাত্র 6 বছর, তার জন্য তো বার্থডে খুবই স্পেশাল ইভেন্ট । ঠিক যেমন আয়ুষ্মান আর তাহিরার মেয়ে বরুষ্কা । মেয়ের জন্মদিনকে একটু স্পেশাল বানাতে বাড়ি সাজানোর দায়িত্ব নিলেন বাড়ির সদস্যরাই ।

তাহিরা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রায় 10 দিন ধরে চলা সেই প্রস্তুতির ভিডিয়ো । নিজেদের হাতে তৈরি ডেকরেশন, বার্থডে ব্যানার, রঙিন ছাতা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে । তবে সবথেকে যে ব্যাপারটা ভালো লাগবে, তা হল পুরো বিষয়টাতে ছেলে-মেয়ে-বাবা-মায়ের পার্টিসিপেশন, একসঙ্গে মিলেমিশে কাজ করার আনন্দ ।

ayushmann khurrana celebrates daighter varushka's birthday
.

তাহিরা যেখানে ডেকরেশনের গুরুদায়িত্ব নিয়েছেন, সেখানে আয়ুষ্মানের দায়িত্বে রয়েছে একটি ট্রেজ়ার হান্ট গেম প্ল্যান করা বাচ্চাদের জন্য় । এছাড়াও গান শুনিয়ে সবাইকে এন্টারটেইন করার ভারও তাঁর উপর ।

বাড়িতে থেকেও মেয়ের জন্য একটা জমজমাট বার্থডে প্ল্যান করেছেন আয়ুষ্মান-তাহিরা । দেখে নিন সেই ভিডিয়ো..

Last Updated : May 7, 2020, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.