ETV Bharat / sitara

নওয়াজ়উদ্দিন সিদ্দিকির প্রশংসায় লেখক পাওলো কোয়েলহো - praise

ওয়েব সিরিজ় 'সেক্রেড গেমস্'-এ বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকির অভিনয় দেখে প্রশংসা করলেন লেখক পাওলো কোয়েলহো । টুইটারে সেকথা শেয়ার করেন লেখক । প্রশংসিত অভিনেতা নিজের অনুভূতির কথাও শেয়ার করেন সোশাল মিডিয়ায় ।

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি
author img

By

Published : Sep 15, 2019, 12:34 PM IST

Updated : Sep 15, 2019, 8:18 PM IST

মুম্বই : বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকির প্রশংসা করলেন লিরিসিস্ট ও নভেলিস্ট পাওলো কোয়েলহো । ওয়েব সিরিজ় 'সেক্রেড গেমস'-র দ্বিতীয় সিজ়নে তাঁর অভিনয়ের জন্য এই প্রশংসা করেন তিনি ।

কোয়েলহো টুইটারে সিরিজ় থেকে নওয়াজ়উদ্দিনের একটি সিনের ছবি শেয়ার করেন । সঙ্গে ওয়েব সিরিজ়টির প্রতি তাঁর মতামত ও অভিনেতার চরিত্রের জন্য প্রশংসা করেন ।

ছবি শেয়ারের সঙ্গে তিনি লেখেন, "অন্যতম শ্রেষ্ঠ ওয়েব সিরিজ়, সঙ্গে দারুণ অভিনেতা @Nawazuddin_S"

তাঁর প্রশংসার টুইটকে রিটুইট করেন অভিনেতা । তিনি জানান, কোয়েলহোর লেখার খুব বড় ভক্ত তিনি । তাঁর মতো বিখ্যাত ব্যক্তিত্ব যে তাঁর প্রশংসা করেছেন, তাতে তিনি খুব খুশি ।

নওয়াজ়উদ্দিন লেখেন, "স্যর পাওলো কোয়েলহো, আমি আপনার লেখা দা আলকেমিস্ট পড়েছি এবং আপনার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ভেরোনিকা ডিসাইডস্ টু ডাই ছবিটিও দেখেছি । আমি চিরকাল আপনার লেখার খুব বড় ভক্ত । আপনার মতো একজন মানুষের নজরে আসা ও আমার প্রশংসা করা আমার কাছে খুবই গর্বের । আমার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই । ধন্যবাদ ।"

  • Sir @paulocoelho I hv read ur books The Alchemist & also watched d film 'Veronika decides to Die' based on ur novel I hv always been an ardent fan of ur writing & it's an honour 2 be noticed & mentioned by someone like you I don't have words to describe the feeling
    Thank You 😊 https://t.co/wNyhg5ltog

    — Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2006-এ বিক্রম চন্দ্রর লেখা 'সেক্রেড গেম্স' উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ় নজরে পড়েছে সারা দেশের । দুর্দান্ত প্লট ও অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে । সিরিজ়টির দ্বিতীয় সিজ়ন শুরু হয়েছে 15 অগাস্ট থেকে ।

কাজের ক্ষেত্রে নওয়াজ়উদ্দিনকে হানি তেরহান পরিচালিত প্রথম ছবি 'রাত অকেলি হ্যায়'-তে রাধিকা আপ্তের সঙ্গে দেখা যাবে । এখন 'বোলে চুড়িয়া'-র শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন । একটি গানের জন্য 'হাউজ়ফুল ৪'-র কাস্টের সঙ্গেও যোগ দেবেন তিনি ।

মুম্বই : বলিউড অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকির প্রশংসা করলেন লিরিসিস্ট ও নভেলিস্ট পাওলো কোয়েলহো । ওয়েব সিরিজ় 'সেক্রেড গেমস'-র দ্বিতীয় সিজ়নে তাঁর অভিনয়ের জন্য এই প্রশংসা করেন তিনি ।

কোয়েলহো টুইটারে সিরিজ় থেকে নওয়াজ়উদ্দিনের একটি সিনের ছবি শেয়ার করেন । সঙ্গে ওয়েব সিরিজ়টির প্রতি তাঁর মতামত ও অভিনেতার চরিত্রের জন্য প্রশংসা করেন ।

ছবি শেয়ারের সঙ্গে তিনি লেখেন, "অন্যতম শ্রেষ্ঠ ওয়েব সিরিজ়, সঙ্গে দারুণ অভিনেতা @Nawazuddin_S"

তাঁর প্রশংসার টুইটকে রিটুইট করেন অভিনেতা । তিনি জানান, কোয়েলহোর লেখার খুব বড় ভক্ত তিনি । তাঁর মতো বিখ্যাত ব্যক্তিত্ব যে তাঁর প্রশংসা করেছেন, তাতে তিনি খুব খুশি ।

নওয়াজ়উদ্দিন লেখেন, "স্যর পাওলো কোয়েলহো, আমি আপনার লেখা দা আলকেমিস্ট পড়েছি এবং আপনার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ভেরোনিকা ডিসাইডস্ টু ডাই ছবিটিও দেখেছি । আমি চিরকাল আপনার লেখার খুব বড় ভক্ত । আপনার মতো একজন মানুষের নজরে আসা ও আমার প্রশংসা করা আমার কাছে খুবই গর্বের । আমার অনুভূতি প্রকাশ করার ভাষা নেই । ধন্যবাদ ।"

  • Sir @paulocoelho I hv read ur books The Alchemist & also watched d film 'Veronika decides to Die' based on ur novel I hv always been an ardent fan of ur writing & it's an honour 2 be noticed & mentioned by someone like you I don't have words to describe the feeling
    Thank You 😊 https://t.co/wNyhg5ltog

    — Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2006-এ বিক্রম চন্দ্রর লেখা 'সেক্রেড গেম্স' উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ় নজরে পড়েছে সারা দেশের । দুর্দান্ত প্লট ও অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে । সিরিজ়টির দ্বিতীয় সিজ়ন শুরু হয়েছে 15 অগাস্ট থেকে ।

কাজের ক্ষেত্রে নওয়াজ়উদ্দিনকে হানি তেরহান পরিচালিত প্রথম ছবি 'রাত অকেলি হ্যায়'-তে রাধিকা আপ্তের সঙ্গে দেখা যাবে । এখন 'বোলে চুড়িয়া'-র শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন । একটি গানের জন্য 'হাউজ়ফুল ৪'-র কাস্টের সঙ্গেও যোগ দেবেন তিনি ।

Intro:Body:

Nawazuddin Siddiki


Conclusion:
Last Updated : Sep 15, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.