ETV Bharat / sitara

পুরোনো মোবাইল, পেপার পিন দিয়ে তৈরি পোট্রেট অক্ষয়কে উপহার ফ্যানের - অক্ষয় কুমার

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন অক্ষয় । সেখানে এক ফ্যান মেকানিকাল পোট্রেট উপহার দেন তাঁকে ।

ংমন
ংমন
author img

By

Published : Feb 16, 2020, 5:15 PM IST

গুয়াহাটি : রাহুল পারিক । বাড়ি অসমের ধুবড়ি জেলায় । অক্ষয় কুমারের বড় ভক্ত সে । পছন্দের অভিনেতার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল অনেকদিনই । এবার সেই সুযোগ করে দিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020 । দেখা করার পাশাপাশি অক্ষয়ের হাতে উপহারও তুলে দেন তিনি ।

এবছর 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল অসমের গুয়াহাটিতে । আর এই অনুষ্ঠানকে পাখির চোখ করে সেখানে পৌঁছে যান রাহুল । দেখা করেন অক্ষয়ের সঙ্গে । তাঁর হাতে তুলে দেন একটি মেকানিকাল পোট্রেট । আর সেই ছবিতে সই করেন অক্ষয় । ছবি তোলেন রাহুলের সঙ্গে । পরে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন রাহুল ।

ছবি প্রসঙ্গে রাহুল বলেন, "খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন, পেপার পিন দিয়ে আমি এই মেকানিকাল ছবি তৈরি করেছি । এটা তৈরি করতে আমার দু'দিন সময় লেগেছে । এরপর এটি অক্ষয় কুমারের হাতে তুলে দিই । আমার কাজ ওনার খুবই ভালো লেগেছে । উনি এতে সইও করেন । এটাই আমার জন্য অনেক বড় বিষয় ।"

তিনি আরও বলেন, "যখন আমি জানতে পারি যে অক্ষয় কুমার অসমে আসছেন, তখন যেভাবে খুশি তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করি । যাঁকে আমরা সারাক্ষণ ফোন বা টিভিতে দেখি তিনি গতকাল আমার সামনে উপস্থিত ছিলেন । উনি আমার কাজের প্রশংসা করেছেন । এটা আমার কাছে অনুপ্রেরণার বিষয় ।"

এর আগে বিরাট কোহলির মেকানিকাল পোট্রেট বানিয়েছিলেন রাহুল । এরপর তা বিরাটকে উপহারও দেন তিনি ।

'কেশরী' ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন অক্ষয় । সেখানে ঈশ্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

দেখুন ভিডিয়ো

গুয়াহাটি : রাহুল পারিক । বাড়ি অসমের ধুবড়ি জেলায় । অক্ষয় কুমারের বড় ভক্ত সে । পছন্দের অভিনেতার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল অনেকদিনই । এবার সেই সুযোগ করে দিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020 । দেখা করার পাশাপাশি অক্ষয়ের হাতে উপহারও তুলে দেন তিনি ।

এবছর 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল অসমের গুয়াহাটিতে । আর এই অনুষ্ঠানকে পাখির চোখ করে সেখানে পৌঁছে যান রাহুল । দেখা করেন অক্ষয়ের সঙ্গে । তাঁর হাতে তুলে দেন একটি মেকানিকাল পোট্রেট । আর সেই ছবিতে সই করেন অক্ষয় । ছবি তোলেন রাহুলের সঙ্গে । পরে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন রাহুল ।

ছবি প্রসঙ্গে রাহুল বলেন, "খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন, পেপার পিন দিয়ে আমি এই মেকানিকাল ছবি তৈরি করেছি । এটা তৈরি করতে আমার দু'দিন সময় লেগেছে । এরপর এটি অক্ষয় কুমারের হাতে তুলে দিই । আমার কাজ ওনার খুবই ভালো লেগেছে । উনি এতে সইও করেন । এটাই আমার জন্য অনেক বড় বিষয় ।"

তিনি আরও বলেন, "যখন আমি জানতে পারি যে অক্ষয় কুমার অসমে আসছেন, তখন যেভাবে খুশি তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করি । যাঁকে আমরা সারাক্ষণ ফোন বা টিভিতে দেখি তিনি গতকাল আমার সামনে উপস্থিত ছিলেন । উনি আমার কাজের প্রশংসা করেছেন । এটা আমার কাছে অনুপ্রেরণার বিষয় ।"

এর আগে বিরাট কোহলির মেকানিকাল পোট্রেট বানিয়েছিলেন রাহুল । এরপর তা বিরাটকে উপহারও দেন তিনি ।

'কেশরী' ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন অক্ষয় । সেখানে ঈশ্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.