মুম্বই : সবাই আমরা কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছি । তবে সবকিছুরই তো একটা ভালো দিক থাকে । আশা ভোঁসলে মনে করছেন যে, লকডাউন আমাদের ভারতীয় সংস্কৃতির শিকড়ে নিয়ে যাচ্ছে, একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে । IANS-কে মনের কথা জানালেন বর্ষীয়ান গায়িকা ।
তিনি বললেন, "আমি আমার পরিবারের সঙ্গে আছি । ছেলে, ছেলের বউ, নাতনি, সবাই একসঙ্গে আছি । দারুণ সময় কাটাচ্ছি । ফোনে ফোনে কথা নয়, সত্যিকারের মুহূর্ত কাটাচ্ছি আমরা ।"
স্মৃতির পাতা ঘেঁটে গায়িকা বললেন, "আমরা যখন ছোটো ছিলাম , আমরা ভাইবোন আর মা একসঙ্গে সময় কাটাতাম । বাবা যখন মারা গেলেন, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছিল । তবে আমরা একসঙ্গে গান গাইতাম, গল্প বলতাম, সত্যিকারের আনন্দ খুঁজে পেতাম । টাকাপয়সা তো সুখ দেয়, তবে শান্তি নিজের লোকেদের সঙ্গেই পাওয়া যায় ।"
তাই এই বাড়িবন্দী সময়টাকে উপভোগ করছেন আশা । বললেন, "এই সময়টা আমাদের একসঙ্গে বাঁচতে শেখাচ্ছে । ভারতীয় সংস্কৃতির শিকড়ে নিয়ে যাচ্ছে আমাদের, যেখানে সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকত, একে অপরের পাশে দাঁড়াত ।"
ডিজিটাল মিডিয়ার উপরেও বেশ খানিকটা নির্ভরশীল হয়ে পড়েছেন আশা । বললেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল দুনিয়াকে আমাদের যাপনের অংশ করে তুলেছেন । আমার সেটা ভালো লাগে ।"
13 মে নিজে ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন আশাজী । কোটি কোটি অনুরাগীদের সুযোগ করে দিয়েছেন তাঁর কণ্ঠ শোনার, একেবারে হাতের মুঠোয় ।