মুম্বই : 9 বছরে পা দিল আরাধ্যা বচ্চন । আর ঠাকুরদা জন্মদিনে নাতনিকে শুভেচ্ছা জানাবেন না এটা কখনও হয় ! সেই মতো আজ সকালে আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিন শুরু করলেন অমিতাভ বচ্চন ।
আজ ইনস্টাগ্রামে নাতনির ছবি পোস্ট করেন অমিতাভ । তবে শুধু একটা ছবি নয় । নাতনি যেহেতু 9 বছরে পা দিয়েছে, তাই সেই জন্মের পর থেকে তার প্রতিটা বয়সের ছবির একটি কোলাজ বানিয়ে তুলে ধরেছেন তিনি ।
এই ছবির ক্যাপশনে বিগ বি লেখেন, "আরাধ্যা জন্মদিনের অনেক শুভেচ্ছা...আমার ভালোবাসা"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন । আর 2011 সালে আজকের দিনে জন্ম হয় আরাধ্যার ।
মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নাতনি, ঠাকুরদা ও ঠাকুমার ছবি পোস্ট করতে দেখা যায় বচ্চন বধূকে । কয়েকদিন আগেই ছিল অমিতাভের জন্মদিন । আর নিজের প্রোফাইলের মাধ্যমেই আরাধ্যার হয়ে পোস্ট করেছিলেন ঐশ্বরিয়া । সেই পোস্টে লেখা ছিল, "তোমাকে সবসময় ভালোবাসি দাদাজি। আমার প্রিয়তম দাদাজিকে হ্যাপি হ্যাপি বার্থ ডে।"
চলতি বছরে কোরোনা থাবা বসিয়েছিল বচ্চন পরিবারেও । আক্রান্ত হয়েছিল অমিতাভ সহ অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা । তবে এখন তাঁরা সবাই সুস্থ । ইতিমধ্যে কাজও শুরু করেছেন অমিতাভ । সব বিধি নিষেধ মেনে 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং করছেন তিনি ।