ETV Bharat / sitara

অরুণ জেটলির মৃত্যু দেশের জন্য বড় ধাক্কা : প্রসূন জোশী - Loss of nation

অরুণ জেটলির মৃত্য়ুতে শোকপ্রকাশ করলেন প্রসূন জোশী । দেশ একটা বড় ধাক্কা খেল বলে জানালেন তিনি ।

প্রসূন জোশী
author img

By

Published : Aug 25, 2019, 1:42 PM IST

মুম্বই : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ । গতকাল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সেন প্রসূন জোশী জানান যে, তাঁর মৃত্য়ুতে গোটা দেশ আঘাত পেয়েছে ।

তিনি বলেন, "অরুণ জেটলির মৃত্যুতে আমি অসাড় হয়ে গেছি । তিনি একজন রত্ন ছিলেন এবং এই ধরনের মানুষ আজকের দিনে খুব কম দেখা যায় ।"

  • #ArunJaitley The void Arun ji has left behind is impossible to fill. A very nuanced mind in Indian politics. Truly sad that he left us so early. May the almighty bless his soul.🙏🏼

    — Prasoon Joshi (@prasoonjoshi_) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "দেশ অবশ্যই তাঁর অনুপস্থিতি অনুভব করবে, বিশেষ করে জাতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিতর্ক বা আলোচনার সময় । আমি অনুভব করি যে, আমি সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে । এই বিশাল ক্ষতি সহ্য করার ক্ষমতা ভগবান সকলকে দিক ।"

  • #ArunJaitley अरुण जी चीज़ों को बारीकी से समझने वाले अपनी तरह के एक ही राजनीतिज्ञ थे।जब भी गम्भीर मुद्दों पर विचार विमर्श होगा उनकी कमी देश को बहुत खलेगी।ईश्वर उनकी आत्मा को शांति दे और शोक संतृप्त परिवार को यह वियोग सहन करने की शक्ति दे।🙏🏼

    — Prasoon Joshi (@prasoonjoshi_) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ । গতকাল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সেন প্রসূন জোশী জানান যে, তাঁর মৃত্য়ুতে গোটা দেশ আঘাত পেয়েছে ।

তিনি বলেন, "অরুণ জেটলির মৃত্যুতে আমি অসাড় হয়ে গেছি । তিনি একজন রত্ন ছিলেন এবং এই ধরনের মানুষ আজকের দিনে খুব কম দেখা যায় ।"

  • #ArunJaitley The void Arun ji has left behind is impossible to fill. A very nuanced mind in Indian politics. Truly sad that he left us so early. May the almighty bless his soul.🙏🏼

    — Prasoon Joshi (@prasoonjoshi_) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "দেশ অবশ্যই তাঁর অনুপস্থিতি অনুভব করবে, বিশেষ করে জাতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিতর্ক বা আলোচনার সময় । আমি অনুভব করি যে, আমি সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন যারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে । এই বিশাল ক্ষতি সহ্য করার ক্ষমতা ভগবান সকলকে দিক ।"

  • #ArunJaitley अरुण जी चीज़ों को बारीकी से समझने वाले अपनी तरह के एक ही राजनीतिज्ञ थे।जब भी गम्भीर मुद्दों पर विचार विमर्श होगा उनकी कमी देश को बहुत खलेगी।ईश्वर उनकी आत्मा को शांति दे और शोक संतृप्त परिवार को यह वियोग सहन करने की शक्ति दे।🙏🏼

    — Prasoon Joshi (@prasoonjoshi_) August 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

Prasun Joshi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.