বদায়ুন : আজ মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত 'আর্টিকল ১৫'। মুক্তির পর থেকেই বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর উঠে আসছে সোশাল মিডিয়ার পাতায়। আর তাই বদায়ুনের কাটরা গ্রামে যে পরিবারের ঘটনার উপর ভিত্তি করে এই ছবি, সেই পরিবারকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে আজই।
২০১৪ সালে এই পরিবারের দুই কিশোরীকে ধর্ষণ করে আমগাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, CBI-এর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঘটনাটিকে "অনার কিলিং" বলে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাটি সারা দেশজুড়ে তোলপাড় করেছিল সেই সময়ে। অন্যদিকে ছবির নির্মাতাদের পক্ষ থেকেও এটা কনফার্ম করা হয়নি যে,ছবিটি বদায়ুন মামলা থেকে অনুপ্রাণিত। বরং সংবিধানের আর্টিকল ১৫-র উপর আলোকপাত করার জন্যই তৈরি হয়েছে এই ছবি, যে আর্টিকলে বলা হয়েছে আমাদের দেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সমান।
কিন্তু, করণি সেনার সঙ্গে অখিল ভারতীয় ব্রাহ্মণ সমাজ ও অন্যান্য হিন্দু সংগঠন এই মর্মে প্রতিবাদ শুরু করেছে যে, এই ছবিতে ব্রাহ্মণ জাতিকে অপমাণ করা হচ্ছে। নির্মাতাদের অনুরোধ, দর্শক যেন ছবিটি দেখে ছবির সত্যতা ও গুরুত্ব বিচার করেন। আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি পরিচালনা করেছেন অনুভব সিনহা।