ETV Bharat / sitara

"শাহরুখের এই ছবি যে কোনও পুরুষকে সমকামী করে দিতে পারে" - Shah pic turn Arshad gay

শাহরুখের পোস্ট করা ছবিতে মজা করে আরশাদ কমেন্ট করেন আরশাদ । লেখেন, "এই ছবি যে কোনও পুরুষকে সমকামী করে দেবে ।"

ো্
ো্
author img

By

Published : Jun 29, 2020, 8:03 PM IST

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন 28টা বছর । সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে একথা জানা শাহরুখ খান । এমনকী, এতদিন ধরে বিনোদনের 'সুযোগ' দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদও জানান তিনি । এদিকে যে ছবিটি পোস্ট করে তিনি একথা জানিয়েছিলেন সেটাই এখন সবথেকে বেশি চর্চার মধ্যে চলে এসেছে । সৌজন্যে আরশাদ ওয়ারসি ।

গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাহরুখ । যেখানে তাঁর চোখের উপর এসে পড়েছে চুলগুলি আর গালে খোঁচা খোঁচা দাড়ি । ছবির ক্যাপশনে লেখেন, "জানি না কখন আমার প্যাশন প্রথমে উদ্দেশ্যে ও পরে পেশায় পরিণত হয়েছে । এত বছর ধরে আপানাদের বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ । আমার পেশাদারিত্বর থেকে প্যাশনটাকেই আরও অনেক বছর দেখা যাবে বলে বিশ্বাস করি । 28টা বছর এবং গুনছি...।"

  • Don’t know when my passion became my purpose and then turned into my profession. Thank u all for so many years of allowing me to entertain you. More than my professionalism I believe my passionalism will see me through many more years of service to all of you. pic.twitter.com/svjEDYZ0TU

    — Shah Rukh Khan (@iamsrk) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনদের পাশাপাশি তারকারাও । আর সেখানে কমেন্ট করতে দেখা যায় আরশাদকেও । কমেন্ট করে তিনি জানান, "এই ছবি যে কোনও পুরুষকে সমকামী করে দেবে ।"

আরশাদ মজা করে এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁকে সমর্থন জানাতে শুরু করেন অনেকেই । কেউ লেখেন, "আমি 95 শতাংশ স্ট্রেট আর শাহরুখের জন্য 5 শতাংশ সমকামী হতে চাই !" আরও একজন লেখেন, "পুরোপুরি সমর্থন জানাচ্ছি ।"

একজন আবার লেখেন, "আরশাদ ওয়ারসি এটা আপনি করতে পারেন না..."। অভিনেতার স্ত্রী মারিয়া গোরেতিকে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেন ওই ইউজ়ার ।

যদিও আরশাদের এই কমেন্টের এখনও কোনও জবাব দেননি কিং খান । এখন তিনি কী জবাব দেন সেটাই দেখার বিষয় ।

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন 28টা বছর । সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করে একথা জানা শাহরুখ খান । এমনকী, এতদিন ধরে বিনোদনের 'সুযোগ' দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদও জানান তিনি । এদিকে যে ছবিটি পোস্ট করে তিনি একথা জানিয়েছিলেন সেটাই এখন সবথেকে বেশি চর্চার মধ্যে চলে এসেছে । সৌজন্যে আরশাদ ওয়ারসি ।

গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাহরুখ । যেখানে তাঁর চোখের উপর এসে পড়েছে চুলগুলি আর গালে খোঁচা খোঁচা দাড়ি । ছবির ক্যাপশনে লেখেন, "জানি না কখন আমার প্যাশন প্রথমে উদ্দেশ্যে ও পরে পেশায় পরিণত হয়েছে । এত বছর ধরে আপানাদের বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ । আমার পেশাদারিত্বর থেকে প্যাশনটাকেই আরও অনেক বছর দেখা যাবে বলে বিশ্বাস করি । 28টা বছর এবং গুনছি...।"

  • Don’t know when my passion became my purpose and then turned into my profession. Thank u all for so many years of allowing me to entertain you. More than my professionalism I believe my passionalism will see me through many more years of service to all of you. pic.twitter.com/svjEDYZ0TU

    — Shah Rukh Khan (@iamsrk) June 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনদের পাশাপাশি তারকারাও । আর সেখানে কমেন্ট করতে দেখা যায় আরশাদকেও । কমেন্ট করে তিনি জানান, "এই ছবি যে কোনও পুরুষকে সমকামী করে দেবে ।"

আরশাদ মজা করে এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁকে সমর্থন জানাতে শুরু করেন অনেকেই । কেউ লেখেন, "আমি 95 শতাংশ স্ট্রেট আর শাহরুখের জন্য 5 শতাংশ সমকামী হতে চাই !" আরও একজন লেখেন, "পুরোপুরি সমর্থন জানাচ্ছি ।"

একজন আবার লেখেন, "আরশাদ ওয়ারসি এটা আপনি করতে পারেন না..."। অভিনেতার স্ত্রী মারিয়া গোরেতিকে এ বিষয়ে বিশেষ নজর দিতে বলেন ওই ইউজ়ার ।

যদিও আরশাদের এই কমেন্টের এখনও কোনও জবাব দেননি কিং খান । এখন তিনি কী জবাব দেন সেটাই দেখার বিষয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.