ETV Bharat / sitara

কেন 'দুর্গামতী' করতে রাজি হলেন আরশাদ ? - Arshad Warsi Durgamati

আরশাদ বলেন, "এই ছবিটি বেছে নেওয়ার মূল কারণ হল এর স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট এক কথায় অসাধারণ । স্ক্রিপ্টটি খুবই ইন্ডিয়ান । যা আমাদের দর্শকদের খুবই ভালো লাগবে ।"

asd
asd
author img

By

Published : Dec 3, 2020, 10:23 PM IST

মুম্বই : ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গামতী'। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসিকে । কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । আর সেখানেও দেখা গিয়েছে তাঁকে ।

কিন্তু, কেন এই ধরনের একটা হরর ছবিকে বেছে নিলেন তিনি ? এর উত্তরে আরশাদ বলেন, "এই ছবিটি বেছে নেওয়ার মূল কারণ হল এর স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট এক কথায় অসাধারণ । স্ক্রিপ্টটি খুবই ইন্ডিয়ান । যা আমাদের দর্শকদের খুবই ভালো লাগবে ।"

ছবিতে একজন সংগ্রামীর চরিত্রে দেখা যাবে আরশাদকে । আর তার সেই চরিত্র এতটাই ভালো যে তার জন্য একাধিক সরকারি কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে । এরপর তাকে রাস্তা থেকে হটানোর চেষ্টা করা হয় । সেখানেই গল্পে দেখা যাবে ভূমিকে । আর সেখান থেকেই একটা আলাদা মোড় নেবে ছবির গল্প ।

এই ছবি প্রসঙ্গে আরশাদ বলেন, "একটি ছবিকে ভালো বলার জন্য যে বিষয়গুলি প্রয়োজন সেই সবই রয়েছে এই ছবিতে । এই ছবির টুইস্টগুলো আমার খুবই ভালো লাগে । আশাকরি দর্শকদের এই ছবি খুবই ভালো লাগবে ।"

যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার ও ভূষণ কুমার । পরিচালনার দায়িত্বে ছিলেন অশোক । আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল 'দুর্গাবতী'। পরে ছবির নাম বদলে দেওয়া হয় 'দুর্গামতী'। যদিও কী কারণে ছবির নাম বদল করা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে 'দুর্গামতী' । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । মধ্য প্রদেশের একটি পুরোনো প্রাসাদে ছবির শুটিং করা হয়েছে । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : ভূমি পেদনেকরের পরবর্তী ছবি 'দুর্গামতী'। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসিকে । কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । আর সেখানেও দেখা গিয়েছে তাঁকে ।

কিন্তু, কেন এই ধরনের একটা হরর ছবিকে বেছে নিলেন তিনি ? এর উত্তরে আরশাদ বলেন, "এই ছবিটি বেছে নেওয়ার মূল কারণ হল এর স্ক্রিপ্ট । স্ক্রিপ্ট এক কথায় অসাধারণ । স্ক্রিপ্টটি খুবই ইন্ডিয়ান । যা আমাদের দর্শকদের খুবই ভালো লাগবে ।"

ছবিতে একজন সংগ্রামীর চরিত্রে দেখা যাবে আরশাদকে । আর তার সেই চরিত্র এতটাই ভালো যে তার জন্য একাধিক সরকারি কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে । এরপর তাকে রাস্তা থেকে হটানোর চেষ্টা করা হয় । সেখানেই গল্পে দেখা যাবে ভূমিকে । আর সেখান থেকেই একটা আলাদা মোড় নেবে ছবির গল্প ।

এই ছবি প্রসঙ্গে আরশাদ বলেন, "একটি ছবিকে ভালো বলার জন্য যে বিষয়গুলি প্রয়োজন সেই সবই রয়েছে এই ছবিতে । এই ছবির টুইস্টগুলো আমার খুবই ভালো লাগে । আশাকরি দর্শকদের এই ছবি খুবই ভালো লাগবে ।"

যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার ও ভূষণ কুমার । পরিচালনার দায়িত্বে ছিলেন অশোক । আগে এই ছবির নাম দেওয়া হয়েছিল 'দুর্গাবতী'। পরে ছবির নাম বদলে দেওয়া হয় 'দুর্গামতী'। যদিও কী কারণে ছবির নাম বদল করা হয়েছে তা অবশ্য জানা যায়নি ।

তেলুগু হরর ফিল্ম 'ভাগামতী'-র হিন্দি রিমেক হতে চলেছে 'দুর্গামতী' । চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং । মধ্য প্রদেশের একটি পুরোনো প্রাসাদে ছবির শুটিং করা হয়েছে । 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.