মুম্বই : চন্দ্রযান 2 চাঁদের মাটি ছুঁয়েছে। ISRO-র সাফল্যে এখন গর্বিত পুরো দেশ। আর এরই মধ্যে আরশাদ শেয়ার করলেন একটি মজাদার ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের কোনও এক জায়গায় একটি রকেট আকৃতির বেলুন ওড়ানো হচ্ছে আকাশে।
ভিডিয়োটির ক্যাপশনে আরশাদ লিখেছেন, "আমার কোনও ধারণা ছিল না যে পাকিস্তানও রকেট লঞ্চ করেছে"। পাকিস্তানকে মক করার উদ্দেশেই অভিনেতা এই ভিডিয়োটা শেয়ার করেছেন সেটা বোঝাই যাচ্ছে।
-
I had no idea that Pakistan had also launched a rocket... pic.twitter.com/9PjiBhK3qO
— Arshad Warsi (@ArshadWarsi) September 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I had no idea that Pakistan had also launched a rocket... pic.twitter.com/9PjiBhK3qO
— Arshad Warsi (@ArshadWarsi) September 9, 2019I had no idea that Pakistan had also launched a rocket... pic.twitter.com/9PjiBhK3qO
— Arshad Warsi (@ArshadWarsi) September 9, 2019
আরশাদের এই পোস্টে বেশ মজা পেয়েছে সোশাল মিডিয়া। অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন আরশাদকে নিজের পোস্টে ট্যাগ করে...