মুম্বই : 'মুন্নাভাই MBBS'-এর একটি দৃশ্যে আরশাদ এক চাইনিজ় ব্যক্তিতে প্রহার করে বস্তাবন্দী করে কলেজে নিয়ে আসছে । করোনো ভাইরাসের জন্ম যেহেতু চিনে, তাই এভাবেই চাইনিজ়দের প্রহার করে রোগের বংশ ধ্বংস করার উপদেশ দিলেন আরশাদ । নেটিজেনদের মোটেই পছন্দ হল না অভিনেতার এই জোক ।
তবে আরশাদ নিজে থেকে এই উপদেশ দেননি । তিনি তাঁর এক বন্ধুর শেয়ার করা একটি মিম শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেই মিমেই উল্লেখ করা আছে করোনা ভাইরাস থেকে বাঁচতে এই স্টেপগুলি ফলো করতে হবে । তবে আরশাদ যেহেতু মিমের প্রতিবাদ না করে সেটা শেয়ার করেছেন, তাই নেটিজেনদের রাগ এসে পড়ল তাঁর উপরেই ।
-
My friend just sent me this very valuable info... pic.twitter.com/QKAlH7rttS
— Arshad Warsi (@ArshadWarsi) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My friend just sent me this very valuable info... pic.twitter.com/QKAlH7rttS
— Arshad Warsi (@ArshadWarsi) January 31, 2020My friend just sent me this very valuable info... pic.twitter.com/QKAlH7rttS
— Arshad Warsi (@ArshadWarsi) January 31, 2020
কেউ লিখেছেন, "এটা খুবই বর্ণবিদ্বেষী । সবজায়গায় মানুষ এটাই বলছে যেন চাইনিজ়দের ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয়, তবে সেটা খুবই অবাস্তব ।"
তো কেউ লিখেছেন, "দয়া করে এটা নিয়ে মজা করা বন্ধ কর ।"
কারো মতে, "এই সময়ে দাঁড়িয়ে এর থেকে বেশি বর্ণবিদ্বেষী হওয়া যায় না । এরকম একটা বিষয় নিয়ে মজা ? হাততালি.."