ETV Bharat / sitara

বিদ্যুতের বিল মেটাতে কিডনি বেচবেন আরশাদ ! - Arshad kidneys for next month

আরশাদের বাড়িতে জুন মাসের বিল এসেছে 1 লাখ টাকা । যা দেখে অবাক হয়ে যান তিনি । এরপর মজা করে একটি টুইট করেন । লেখেন, "দয়া করে কেউ আমার ছবি কিনে নিন । ওই টাকা দিয়ে আমাকে আদানি বিদ্যুতের বিল জমা দিতে হবে । কিডনিটা রেখে দিচ্ছি পরবর্তী বিল মেটানোর জন্য ।"

sdf
sdf
author img

By

Published : Jul 5, 2020, 6:54 PM IST

মুম্বই : বিদ্যুতের বিল দেখে যেন চোখ কপালে ওঠার জোগার । শুধুমাত্র জুন মাসে বিদ্যুতের বিল এসেছে 1 লাখ টাকা । যা দেখে অবাক অভিনেতা আরশাদ ওয়ারসি । আর সেই বিল মেটাতে কিডনি বেচার কথাও বলেছেন তিনি ।

মুম্বইতে জুন মাসের বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল অনেকেই । কীভাবে বিল এতটা বেশি এল তা নিয়ে চিন্তায় রয়েছেন আম জনতার পাশাপাশি তারকারাও । যেমন আরশাদের বাড়িতে জুন মাসের বিল এসেছে 1 লাখ টাকা । যা দেখে অবাক হয়ে যান তিনি । এরপর মজা করে একটি টুইট করেন । লেখেন, "দয়া করে কেউ আমার ছবি কিনে নিন । ওই টাকা দিয়ে আমাকে আদানি বিদ্যুতের বিল জমা দিতে হবে । কিডনিটা রেখে দিচ্ছি পরবর্তী বিল মেটানোর জন্য ।"

এই টুইটের প্রেক্ষিতে টিসকা চোপড়া লেখেন, "ছবিগুলি বিক্রি হয়ে যাওয়ার আগে আমার কথাও মাথায় রাখবেন ।" তার উত্তরে পালটা আরশাদ লেখেন, "ঠিক আছে...শুধু বিল দেওয়ার পয়সাটা তুলে নিই ।" এর মধ্যে আরশাদের একজন ফ্যান লিখেছেন, "কিন্তু, স্যার আপনার ছবি কিনতে গেলে আমাকে দুটো কিডনি বেচতে হবে ।"

তবে শুধুমাত্র আরশাদই নন । বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়েছে একাধিক তারকার । তাপসী পান্নু থেকে শুরু করে সোহা আলি খান, হুমা কুরেশি, রাজ কুন্দ্রা সবাই কাঠগড়ায় তুলেছেন মুম্বই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে । আর এবার সেই তালিকায় নাম লেখালেন আরশাদ । যদিও বিষয়টি নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ না করে মজার ছলেই আদানি পাওয়ারকে কটাক্ষ করেন তিনি ।

মুম্বই : বিদ্যুতের বিল দেখে যেন চোখ কপালে ওঠার জোগার । শুধুমাত্র জুন মাসে বিদ্যুতের বিল এসেছে 1 লাখ টাকা । যা দেখে অবাক অভিনেতা আরশাদ ওয়ারসি । আর সেই বিল মেটাতে কিডনি বেচার কথাও বলেছেন তিনি ।

মুম্বইতে জুন মাসের বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল অনেকেই । কীভাবে বিল এতটা বেশি এল তা নিয়ে চিন্তায় রয়েছেন আম জনতার পাশাপাশি তারকারাও । যেমন আরশাদের বাড়িতে জুন মাসের বিল এসেছে 1 লাখ টাকা । যা দেখে অবাক হয়ে যান তিনি । এরপর মজা করে একটি টুইট করেন । লেখেন, "দয়া করে কেউ আমার ছবি কিনে নিন । ওই টাকা দিয়ে আমাকে আদানি বিদ্যুতের বিল জমা দিতে হবে । কিডনিটা রেখে দিচ্ছি পরবর্তী বিল মেটানোর জন্য ।"

এই টুইটের প্রেক্ষিতে টিসকা চোপড়া লেখেন, "ছবিগুলি বিক্রি হয়ে যাওয়ার আগে আমার কথাও মাথায় রাখবেন ।" তার উত্তরে পালটা আরশাদ লেখেন, "ঠিক আছে...শুধু বিল দেওয়ার পয়সাটা তুলে নিই ।" এর মধ্যে আরশাদের একজন ফ্যান লিখেছেন, "কিন্তু, স্যার আপনার ছবি কিনতে গেলে আমাকে দুটো কিডনি বেচতে হবে ।"

তবে শুধুমাত্র আরশাদই নন । বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়েছে একাধিক তারকার । তাপসী পান্নু থেকে শুরু করে সোহা আলি খান, হুমা কুরেশি, রাজ কুন্দ্রা সবাই কাঠগড়ায় তুলেছেন মুম্বই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে । আর এবার সেই তালিকায় নাম লেখালেন আরশাদ । যদিও বিষয়টি নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ না করে মজার ছলেই আদানি পাওয়ারকে কটাক্ষ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.