মুম্বই : বলিউডে ড্রাগচক্রে একে একে অনেক বড় নাম জড়াচ্ছে । কয়েকদিন আগে NCB-র কয়েকজন অফিসার অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালায় । তারপর অর্জুনের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসকে তলব করে NCB । এবার তাদের নিশানায় অর্জুন রামপাল ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্জুনকে আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর শুক্রবার NCB-র অফিসে ডেকে পাঠানো হয়েছে । এদিকে তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করতে আজ (12 নভেম্বর) ফের একবার ডাকা হয়েছে NCB অফিসে ।
যদিও অর্জুনের বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি । তবে শোনা গেছে তাঁর ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করেছে NCB ।
আরও পড়ুন : NCB দপ্তরে অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা
দীপিকা পাড়ুকোন-সারা আলি খান-শ্রদ্ধা কাপুর-রকুল প্রীত সিংকে একই মামলায় দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে NCB । এরপর 8 নভেম্বর প্রযোজক ফিরোজ় নাদিয়াদওয়ালার বাড়িতে তল্লাশি চালিয়েছিল NCB । তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ।
অবিলম্বে গ্রেপ্তার করা হয় ফিরোজ়ের স্ত্রী সাবানা সইদকে । 9 নভেম্বর প্রযোজককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা । তারপরই NCB-র ব়্যাডারে আসে অর্জুনের নাম ।
আর কে কে জড়িয়ে আছেন এই ড্রাগ চক্রে ? তদন্তে নারকোটিক্স কন্ট্রোল বিওরো ।