মুম্বই : অভিনয়ের ফাঁকে ফাঁকে সমাজসেবাও করে থাকেন অর্জুন কাপুর । সম্প্রতি একটি বিজ়নেস প্ল্য়াটফর্মে অনেকটা টাকা বিনিয়োগ করেছেন অভিনেতা, যার মাধ্যমে অনেকেই নিজের খাবারের ব্য়বসা শুরু করতে পারবেন ।
অর্জুন খেতে ভালোবাসেন । তাই খাদ্য প্রকল্পেই বিনিয়োগ করেছেন তিনি । ANI সূত্রে জানা যাচ্ছে যে, প্রায় হাজার জনের কর্মসংস্থান হতে পারে এই প্রকল্পের সাহায্যে ।
অভিনেতা বললেন, "এই প্যান্ডেমিকটা আমাদের দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে । এত মানুষ প্রাণ হারিয়েছে, কাজ হারিয়েছে..দেখে খুব খারাপ লেগেছে । এই প্রকল্পের মাধ্যমে আমি অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করতে চাই ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সারা দেশ থেকে প্রায় হাজার জন উদ্যোগপতিকে নিজেদের খাবারের ব্যবসা শুরু করার পরিকাঠামো দেবে অর্জুনের প্ল্যাটফর্ম । স্থানীয় কম্পানিগুলো যাতে এই কঠিন সময়ে ধসে না যায়, সেদিকেই নজর দেবে এই 'ফাস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম', জানালেন অভিনেতা ।