ETV Bharat / sitara

অর্জুনের নতুন প্রকল্পে হাজার মানুষের কর্মসংস্থান - অর্জুন কাপুরের খবর

অর্জুন কাপুরের নতুন প্রকল্পের সাহায্যে হাজার মানুষের কর্মসংস্থান হতে চলেছে । তিনি এক খাদ্য প্রকল্পে বেশ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন, যার মাধ্যমে অনেক মানুষ, বিশেষত মহিলারা নিজের খাবারের ব্যবসা শুরু করতে পারবে ।

Arjun kapoor empowers people
Arjun kapoor empowers people
author img

By

Published : Oct 23, 2020, 1:52 PM IST

মুম্বই : অভিনয়ের ফাঁকে ফাঁকে সমাজসেবাও করে থাকেন অর্জুন কাপুর । সম্প্রতি একটি বিজ়নেস প্ল্য়াটফর্মে অনেকটা টাকা বিনিয়োগ করেছেন অভিনেতা, যার মাধ্যমে অনেকেই নিজের খাবারের ব্য়বসা শুরু করতে পারবেন ।

অর্জুন খেতে ভালোবাসেন । তাই খাদ্য প্রকল্পেই বিনিয়োগ করেছেন তিনি । ANI সূত্রে জানা যাচ্ছে যে, প্রায় হাজার জনের কর্মসংস্থান হতে পারে এই প্রকল্পের সাহায্যে ।

অভিনেতা বললেন, "এই প্যান্ডেমিকটা আমাদের দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে । এত মানুষ প্রাণ হারিয়েছে, কাজ হারিয়েছে..দেখে খুব খারাপ লেগেছে । এই প্রকল্পের মাধ্যমে আমি অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করতে চাই ।"

সারা দেশ থেকে প্রায় হাজার জন উদ্যোগপতিকে নিজেদের খাবারের ব্যবসা শুরু করার পরিকাঠামো দেবে অর্জুনের প্ল্যাটফর্ম । স্থানীয় কম্পানিগুলো যাতে এই কঠিন সময়ে ধসে না যায়, সেদিকেই নজর দেবে এই 'ফাস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম', জানালেন অভিনেতা ।

মুম্বই : অভিনয়ের ফাঁকে ফাঁকে সমাজসেবাও করে থাকেন অর্জুন কাপুর । সম্প্রতি একটি বিজ়নেস প্ল্য়াটফর্মে অনেকটা টাকা বিনিয়োগ করেছেন অভিনেতা, যার মাধ্যমে অনেকেই নিজের খাবারের ব্য়বসা শুরু করতে পারবেন ।

অর্জুন খেতে ভালোবাসেন । তাই খাদ্য প্রকল্পেই বিনিয়োগ করেছেন তিনি । ANI সূত্রে জানা যাচ্ছে যে, প্রায় হাজার জনের কর্মসংস্থান হতে পারে এই প্রকল্পের সাহায্যে ।

অভিনেতা বললেন, "এই প্যান্ডেমিকটা আমাদের দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে । এত মানুষ প্রাণ হারিয়েছে, কাজ হারিয়েছে..দেখে খুব খারাপ লেগেছে । এই প্রকল্পের মাধ্যমে আমি অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করতে চাই ।"

সারা দেশ থেকে প্রায় হাজার জন উদ্যোগপতিকে নিজেদের খাবারের ব্যবসা শুরু করার পরিকাঠামো দেবে অর্জুনের প্ল্যাটফর্ম । স্থানীয় কম্পানিগুলো যাতে এই কঠিন সময়ে ধসে না যায়, সেদিকেই নজর দেবে এই 'ফাস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম', জানালেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.