ETV Bharat / sitara

শার্লক হোমস অর্জুন ? - Arjun Kapoor latest news

অর্জুন কাপুরকে শার্লক হোমসের মতো করে কল্পনা করলেন এক শিল্পী । আর তাঁর আর্টওয়ার্ক খুবই স্পেশাল হয়ে উঠল অভিনেতার কাছে ।

Arjun Kapoor latest news
Arjun Kapoor latest news
author img

By

Published : May 25, 2020, 11:09 PM IST

মুম্বই : নিজের প্রিয় চরিত্রের বেশে নিজেকে দেখতে কার না ভালো লাগে । তাই শার্লক হোমসের বেশে নিজেকে দেখে বেশ এক্সাইটেড অর্জুন কাপুর । ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই বিশেষ আর্টওয়ার্ক ।

কালো জ্যাকেট, কালো চশমা কালো টুপিতে সত্যিই শার্লক হোমসের চেহারা ধারণ করলেন অর্জুন । চোখে এক তীক্ষ্ণতা, ঠোঁটে লেগে থাকা বুদ্ধিদীপ্ত হাসি...মনে করিয়ে দিল রবার্ট ডাউনি জুনিয়রকে, যিনি শার্লকের চরিত্রে অভিনয় করেছিলেন ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অর্জুন লিখেছেন, "আমার প্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন আমার প্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র । সিনেমার স্বর্গে একটা মিল খুঁজে পাওয়া গেল । এটা সত্যিই স্পেশাল ।"

দেখে নিন সেই ছবি..

Arjun Kapoor latest news
অর্জুনের পোস্ট..

লকডাউনে মাঝেমধ্যেই নিজের কোয়ারেন্টাইন লাইফ নিয়ে ছবি শেয়ার করে চলেছেন অর্জুন । কোরোনা মোকাবিলায় তিনিও যথাসাধ্য সাহায্য করেছেন । ভার্চুয়াল ডেটের ব্যবস্থা করে ফান্ড তৈরি করেছেন, দিনমজুরজের মুখে খাবার তুলে দিয়েছেন ।

মুম্বই : নিজের প্রিয় চরিত্রের বেশে নিজেকে দেখতে কার না ভালো লাগে । তাই শার্লক হোমসের বেশে নিজেকে দেখে বেশ এক্সাইটেড অর্জুন কাপুর । ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই বিশেষ আর্টওয়ার্ক ।

কালো জ্যাকেট, কালো চশমা কালো টুপিতে সত্যিই শার্লক হোমসের চেহারা ধারণ করলেন অর্জুন । চোখে এক তীক্ষ্ণতা, ঠোঁটে লেগে থাকা বুদ্ধিদীপ্ত হাসি...মনে করিয়ে দিল রবার্ট ডাউনি জুনিয়রকে, যিনি শার্লকের চরিত্রে অভিনয় করেছিলেন ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অর্জুন লিখেছেন, "আমার প্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন আমার প্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র । সিনেমার স্বর্গে একটা মিল খুঁজে পাওয়া গেল । এটা সত্যিই স্পেশাল ।"

দেখে নিন সেই ছবি..

Arjun Kapoor latest news
অর্জুনের পোস্ট..

লকডাউনে মাঝেমধ্যেই নিজের কোয়ারেন্টাইন লাইফ নিয়ে ছবি শেয়ার করে চলেছেন অর্জুন । কোরোনা মোকাবিলায় তিনিও যথাসাধ্য সাহায্য করেছেন । ভার্চুয়াল ডেটের ব্যবস্থা করে ফান্ড তৈরি করেছেন, দিনমজুরজের মুখে খাবার তুলে দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.