ETV Bharat / sitara

ক্যানসার আক্রান্ত 100 দম্পতির পাশে অর্জুন - অর্জুন কাপুরের খবর

ভালোবাসার দিবসে মানবপ্রেমের সংজ্ঞা খুঁজে পেলেন অর্জুন কাপুর । ক্যানসার আক্রান্ত 100 দম্পতির চিকিৎসার খরচ বহন করবেন অভিনেতা ।

Arjun Kapoor supported cancer fighters
Arjun Kapoor supported cancer fighters
author img

By

Published : Feb 12, 2021, 8:39 PM IST

মুম্বই : অর্জুন কাপুর মাঝে মধ্যেই সমাজসেবা করে থাকেন । টাকা উপার্জন করে কেবলমাত্র নিজে সুখে থেকে কী লাভ ? সবাইকে ভালো রেখে এই পৃথিবীকে 'বেটার প্লেস' বানানোতে ব্রতী অর্জুন ।

তাই ভালোবাসার দিবসে শুধু নিজের প্রেমিকাকে ভালো না বেসে, 100 দম্পতিকে নতুন দিশা দেখালেন অর্জুন । ক্যানসার আক্রান্ত সেই 100 দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ।

Arjun Kapoor helped cancer patients
....

অর্জুন বলেন, "এই অতিমারীতে আমরা একটা ব্যাপার উপলব্ধি করেছি । একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি সেটা বুঝেছি । এই ভ্যালেন্টাইন ডে-তে আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে সেলিব্রেট করি । তবে এই বছরটা আমি অন্যভাবে কাটাব ঠিক করেছি ।"

অর্জুনের মা মোনা শৌরিও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান । আজও মাকে মিস করেন অর্জুন । সেই কষ্ট থেকেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত ।

মুম্বই : অর্জুন কাপুর মাঝে মধ্যেই সমাজসেবা করে থাকেন । টাকা উপার্জন করে কেবলমাত্র নিজে সুখে থেকে কী লাভ ? সবাইকে ভালো রেখে এই পৃথিবীকে 'বেটার প্লেস' বানানোতে ব্রতী অর্জুন ।

তাই ভালোবাসার দিবসে শুধু নিজের প্রেমিকাকে ভালো না বেসে, 100 দম্পতিকে নতুন দিশা দেখালেন অর্জুন । ক্যানসার আক্রান্ত সেই 100 দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা ।

Arjun Kapoor helped cancer patients
....

অর্জুন বলেন, "এই অতিমারীতে আমরা একটা ব্যাপার উপলব্ধি করেছি । একে অপরের পাশে দাঁড়ানো কতটা জরুরি সেটা বুঝেছি । এই ভ্যালেন্টাইন ডে-তে আমরা আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে সেলিব্রেট করি । তবে এই বছরটা আমি অন্যভাবে কাটাব ঠিক করেছি ।"

অর্জুনের মা মোনা শৌরিও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান । আজও মাকে মিস করেন অর্জুন । সেই কষ্ট থেকেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.