ETV Bharat / sitara

"সঙ্গে না থাকলেও পাশেই রয়েছে দিশা", বললেন কৃষ্ণা শ্রফ - tiger shroff and disha patani staying together

কৃষ্ণা বলেন, "দিশা এখানে নেই, কিন্তু সারাক্ষণ আমাদের পাশেই রয়েছে । আমরা কখনও কখনও একসঙ্গে দোকানে যাই ।"

sdf
sfd
author img

By

Published : Apr 22, 2020, 3:09 PM IST

মুম্বই : অভিনয় জগতে পা রাখার পর থেকেই দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কথাই শোনা গিয়েছিল । একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । কখনও একসঙ্গে ডিনার করেছেন । আবার কখনও একসঙ্গে সিনেমা দেখেছেন তাঁরা । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের ছবি । কখনও আবার টাইগারের বোন কৃষ্ণা শ্রফ্রে সঙ্গেও দেখা গিয়েছে দিশাকে । সম্প্রতি শোনা যাচ্ছিল, যে কোয়ারেন্টাইনে টাইগারের সঙ্গেই নাকি রয়েছেন দিশা । আর এবার এনিয়ে মন্তব্য করলেন কৃষ্ণা শ্রফ ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে কৃষ্ণাকে টাইগার ও দিশার একসঙ্গে থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় । তার উত্তরে কৃষ্ণা বলেন, "দিশা এখানে নেই, কিন্তু সারাক্ষণ আমাদের পাশেই রয়েছে । আমরা কখনও কখনও একসঙ্গে দোকানে যাই ।" কৃষ্ণার কথা থেকেই স্পষ্ট যে দিশার সঙ্গে যথেষ্ট ভালোই যোগাযোগ রয়েছে শ্রফ পরিবারের । আর মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটান দিশা ও টাইগার ।

এরপর তাঁদের সম্পর্ক নিয়ে কৃষ্ণাকে প্রশ্ন করা হয় । তার উত্তরে তিনি বলেন, "ছোটো থেকেই টাইগার ও দিশা খুব ভালো বন্ধু । টাইগার একা থাকতেই ভালোবাসে । কিন্তু, দিশার সঙ্গে অনেক সময় কাটায় সে । এতে আমার মনে দিশা খুব ভালো মেয়ে ।"

এদিকে লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি জ্যাকি শ্রফ । এখন লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন । এই কঠিন সময় পরিবারের সঙ্গে কাটাতে পারছেন না তিনি । এ প্রসঙ্গে কৃষ্ণা বলেন, "লাকডাউন জারির আগে আমরা ওই ফার্মহাউজ়ে গিয়েছিলাম । কিন্তু, তারপর আমরা ফিরে এলেও বাবা ফেরেনি । এটা খুবই কঠিন একটা পরিস্থিতি । যাই হোক ফোনে আমরা সব সময় বাবার সঙ্গে যোগাযোগ রাখছি । আশাকরি বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে ।"

মুম্বই : অভিনয় জগতে পা রাখার পর থেকেই দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কথাই শোনা গিয়েছিল । একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের । কখনও একসঙ্গে ডিনার করেছেন । আবার কখনও একসঙ্গে সিনেমা দেখেছেন তাঁরা । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের ছবি । কখনও আবার টাইগারের বোন কৃষ্ণা শ্রফ্রে সঙ্গেও দেখা গিয়েছে দিশাকে । সম্প্রতি শোনা যাচ্ছিল, যে কোয়ারেন্টাইনে টাইগারের সঙ্গেই নাকি রয়েছেন দিশা । আর এবার এনিয়ে মন্তব্য করলেন কৃষ্ণা শ্রফ ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে কৃষ্ণাকে টাইগার ও দিশার একসঙ্গে থাকা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় । তার উত্তরে কৃষ্ণা বলেন, "দিশা এখানে নেই, কিন্তু সারাক্ষণ আমাদের পাশেই রয়েছে । আমরা কখনও কখনও একসঙ্গে দোকানে যাই ।" কৃষ্ণার কথা থেকেই স্পষ্ট যে দিশার সঙ্গে যথেষ্ট ভালোই যোগাযোগ রয়েছে শ্রফ পরিবারের । আর মাঝে মধ্যেই একসঙ্গে সময় কাটান দিশা ও টাইগার ।

এরপর তাঁদের সম্পর্ক নিয়ে কৃষ্ণাকে প্রশ্ন করা হয় । তার উত্তরে তিনি বলেন, "ছোটো থেকেই টাইগার ও দিশা খুব ভালো বন্ধু । টাইগার একা থাকতেই ভালোবাসে । কিন্তু, দিশার সঙ্গে অনেক সময় কাটায় সে । এতে আমার মনে দিশা খুব ভালো মেয়ে ।"

এদিকে লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি জ্যাকি শ্রফ । এখন লোনাভালায় নিজের ফার্মহাউজ়ে রয়েছেন । এই কঠিন সময় পরিবারের সঙ্গে কাটাতে পারছেন না তিনি । এ প্রসঙ্গে কৃষ্ণা বলেন, "লাকডাউন জারির আগে আমরা ওই ফার্মহাউজ়ে গিয়েছিলাম । কিন্তু, তারপর আমরা ফিরে এলেও বাবা ফেরেনি । এটা খুবই কঠিন একটা পরিস্থিতি । যাই হোক ফোনে আমরা সব সময় বাবার সঙ্গে যোগাযোগ রাখছি । আশাকরি বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.