দাদা সলমান খান। বলিউডের সুপারস্টার। তবে তাঁর আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেননি ভাই আরবাজ় খান। সম্প্রতি PTI কে দেওয়া সাক্ষাৎকারে এমনই বললেন আরবাজ়।
১৯৯৬ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করেন আরবাজ়। কেটে গেছে ২৩টা বছর। করেছেন ৭০ টা ছবি। তিনি বললেন, "এমন মানুষ আছেন যাঁরা দুটো ছবি করার পর আর সুযোগ পাননি। সেখানে আমি এখনও অবধি ৭০ টি ছবি করেছি। আমি সলমান খানের ভাই- শুধুমাত্র এই কারণের জন্য কেউ আমায় বছরের পর বছর কাজ দিয়ে যাবে না নিশ্চয়ই।"
শুধুমাত্র অভিনয় নয়, প্রযোজক হিসেবেও একটা পরিচিতি তৈরি হয়েছে আরবাজ়ের। 'দাবাং' ছবিটি তাঁর প্রথম প্রযোজনা আর সেই ছবিতেই একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। একটা নতুন ঘরানা তৈরি করেছেন হিন্দি ছবির। কিন্তু, অভিনয়? সেখানে কি তিনি কোনও ছাপ ফেলতে পেরেছেন? আরবাজ়ের সোজা উত্তর, "কেউ আমার ক্যারিয়ার তৈরি করে দেয়নি। আমি নিজের দমে কাজ পেয়েছি, পাচ্ছি। সেটা ভালো হোক আর খারাপ। সলমান খানের জন্য কাজ পাইনি। দিনের শেষে আমি নিজের যোগ্যতায় দাঁড়িয়ে রয়েছি।" 'দাবাং ২' ছবিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
তবে নিজের অ্যাক্টিং ক্যারিয়ারগ্রাফ নিয়ে বেশ খুশি আরবাজ়। বললেন, "আমি আমার প্রথম ছবিতেই অ্যাওয়ার্ড জিতেছি। এরপর আমার ক্যারিয়ারগ্রাফ ওপরে উঠুক বা নিচে নামুক, আমি কাজ পেয়ে গেছি।" ওয়েব দুনিয়াতেও পা দিতে চলেছেন তিনি। ওয়েব সিরিজ় 'পয়জ়ন'-এ নতুনরূপে দেখা যাবে আরবাজ়কে।