মুম্বই : আরবাজ় আর মালাইকার একটি সন্তান রয়েছে, আরহান খান। আর কিছু না হোক, সেই সন্তানের জন্য একে অপরের সঙ্গে একটা সম্মানজনক সম্পর্ক থেকেই গেছে তাঁদের। আর এতগুলো বছরের সম্পর্ক, এত স্মৃতি এক লহমায় ভোলাও সম্ভব নয়, আরবাজ় নিজেই জানালেন এই কথা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আরবাজ় বলেন, "আমরা একসঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছি, অসংখ্য স্মৃতি রয়েছে আমাদের। আর সব থেকে বড় কথা আমাদের একটি সন্তান রয়েছে। ফলে একে অপরের প্রতি একটা সম্মান রয়েই গেছে।"
- View this post on Instagram
My baby is a big boy now.happy bday my jaan.love u to the moon n back my arhaan #15today🎈🎈🎂🎁🎀🎉🎈🎈
">
অভিনেতা-পরিচালক-প্রযোজক আরবাজ় আরও বলেন, "কিছু এমন সমস্যা ছিল যার জন্য আমরা আলাদা হতে বাধ্য হয়েছি। তার মানে এই নয় যে ওঁকে ঘৃণা করি আমি। আমাকেও ও ঘৃণার চোখে দেখে না। আমরা দু'জনেই পরিণত মস্তিষ্কের মানুষ। এই ডিভোর্সটাকে আমরা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরবাজ় মালাইকার পরিবারের মধ্য়ে এখনও একটা সুন্দর সম্পর্ক রয়েছে বলে জানালেন অভিনেতা। আপাতত আরবাজ় যেখানে জর্জিয়ার সঙ্গে একটি সম্পর্কে রয়েছেন, সেখানে মালাইকা ডেট করছেন অর্জুন কাপুরকে। ফলে দু'জনেই নতুন মানুষ খুঁজে নিয়েছেন, মুভ অন করেছেন পুরোনো সম্পর্কের অস্বস্তিকর স্মৃতিগুলোর হাত থেকে।