মুম্বই : কয়েকজন সোশাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেতা আরবাজ় খান ৷ সুশান্ত সিং রাজপুত ও তাঁর ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় তাঁর নাম জড়ানোয় এই মামলা দায়ের করেছেন তিনি ৷
মুম্বইয়ের এক আদালতে এই মামলা দায়ের করেছেন আরবাজ় খান ৷ তাঁরা যদি কোনও মানহানির পোস্ট করে থাকেন তাহলে তা সরিয়ে নেওয়ার জন্য বীভর আনন্দ, সাক্ষী ভাণ্ডারী ও আরও দু'জনকে নির্দেশ দিয়েছে আদালত ।
পোস্টে লেখা হয়েছিল, আরবাজ় খানকে CBI গ্রেপ্তার করেছে ও তাদের হেপাজতে নিয়েছে । আর সেই কারণেই এই মানহানির মামলা দায়ের করেছেন তিনি।
14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ । প্রথমে মুম্বই পুলিশ তদন্ত করলেও পরে সেই মামলার তদন্তভার CBI-কে দেয় সুপ্রিম কোর্ট । পাশাপাশি তদন্ত করছে ED ও NCB । ইতিমধ্যেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে NCB । এছাড়াও দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুরের মতো কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে তারা ।