চেন্নাই , 7 জুন : করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এ আর রহমান ৷ ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে নিজেই সেকথা জানালেন তিনি ৷ সোমবার ইনস্টাগ্রামে সেই সংক্রান্ত একটি পোস্টও করলেন তিনি ৷
তিনি পোস্টে লিখেছেন, "vaccinated #1stjabdone #covishield have you?" , যা থেকে স্পষ্ট তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এবং তিনি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন ৷ সেইসঙ্গে তিনি নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এটা বলে, "আপনি কি নিয়েছেন ?"
আরও পড়ুন : ফ্যামিলি ম্যান টু 2 নিয়ে উচ্ছ্বসিত মনোজ বাজপেয়ি
বর্তমানে করোনার গ্রাফ নিম্নমুখী ৷ স্বস্তির নিঃস্বাস ফেলছে ভারত ৷ তবে সরকারি বিধিনিষেধকে কখনওই উপেক্ষা করা যাবে না ৷ তাই পাবলিক ফিগাররাও নিজেদের অনুরাগীদের সচেতন করতে উদ্যত হয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় করছেন বিভিন্ন সচেতনতামূলক পোস্ট ৷
এবার সেইরকমই একটি পোস্ট করলেন সঙ্গীত শিল্পী এ আর রহমান ৷ নিজে ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানালেন তিনি ৷