মুম্বই : বর্তমান রাজনৈতিক ও সামাজিক টালমাটালের মধ্যে প্রত্যেকেই নিজেদের মতামত প্রকাশ করছেন । সাধারণ মানুষ হোক বা সেলেব্রিটি, সবাই নিজেদের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করছেন চারপাশের পরিস্থিতিকে । তবে এসব থেকে শতহস্ত দূরে থাকতে চান রহমান । রাজনীতির থেকে বেশি প্রয়োজনীয় চর্চার বিষয় রয়েছে তাঁর কাছে, IANS কে জানালেন রহমান ।
তিনি বলেন, "সচেতন ভাবেই রাজনীতি থেকে দূরে থাকি । সেই এনার্জি আমি ভালো কিছু সৃষ্টি করতে ব্যয় করি । আমি এই কারণেই সিনেমা বা মিউজ়িক তৈরি করি, আমার ছেলেমেয়েদের এই পরিবেশের মধ্যেই বড় করি, যাতে তারা রাজনীতি বা হিংসা থেকে দূরে থাকতে পারে ।"
![A R Rahman on political choice](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/65474d62de55aa44f92eceb9db7640c0_2102newsroom_1582304531_793.jpg)
সুর ছন্দের মাধ্য়মে যত সহজে রহমান নিজের ভাবনাকে প্রকাশ করতে পারেন, রাজনীতির মধ্যে ঢুকলে তা পারবেন না বলে মনে করেন তিনি । চারপাশের হিংসা, দ্বেষ, মারামারির মধ্যে শিল্প-সংস্কৃতির সাহায্যে মানবিকতার বার্তা ছড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, মত রহমানের ।
আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকে উজ্জ্বল করেছেন রহমান । 1992 সালে 'রোজ়া' ছবির মাধ্য়মে আত্মপ্রকাশ করা ছেলেটি প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিল । তবে ক্যারিয়ারে যে শুধুমাত্র উত্থান হয়েছে তাঁর সেটা বলা ভুল হবে..অনেক সময়েই সমালোচিত হয়েছে রহমানের ক্রিয়েশন । তবে সংগীতশিল্পীর মতে, "সমালোচনা শুনতে আমার কোনও অসুবিধা নেই । জীবন তোমায় অনেক চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে । সেগুলো গ্রহণ করাই আসল কথা ।"