মুম্বই : লকডাউনের মধ্যে শোকের ছায়া অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বাড়িতে । এই কঠিন পরিস্থিতির মধ্যেই মৃত্যু হয়েছে তাঁদের প্রিয় পোষ্য ব্রুনোর । তার ছবি শেয়ার করে এই খবর দেন তারকা দম্পতি ।
আজ সকালে ব্রুনোর সঙ্গে তোলা তাঁদের দু'জনের একটি পুরোনো ছবি শেয়ার করেন অনুষ্কা । ছবিতে বিরাট ও অনুষ্কার মাঝে বসে থাকতে দেখা গিয়েছে ব্রুনোকে । ছবির ক্যাপশনে লেখেন, "ব্রুনোর আত্মার শান্তি কামনা করি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোষ্য ছবি শেয়ার করেছেন বিরাটও । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "ব্রুনো তোমার আত্মার শান্তি কামনা করি । 11 বছর ধরে আমাদের জীবনকে ভালোবাসায় ভরিয়ে তুলেছিলে তুমি । যদি এই ভালোবাসাটা চিরজীবন থেকে যাবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ব্রুনোর ছবি শেয়ার করতেন বিরাট । এছাড়া কয়েকদিন আগেই 15টি রাস্তার কুকুরকে দত্তক নেন তিনি ।
ব্রুনো ছাড়াও আরও একটি পোষ্য রয়েছে এই তারকা দম্পতির । যার নাম ডুড । গতমাসে তার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন বিরাট-অনুষ্কা ।
লকডাউনের জেরে এখন বন্ধ খেলা ও শুটিং । ফলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অনুষ্কা ও বিরাট । পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের । কখনও বাবা-মায়ের সঙ্গে লুডো, আবার কখনও মোনোপলি খেলছেন তাঁরা ।
কাজের দিক থেকে গতকালই মুক্তি পেয়েছে 'পাতাল লোক'-এর ট্রেলার । এই ছবিটি প্রযোজনা করেছে অনুষ্কার কম্পানি । আর এর মাধ্যমে ডিজিটালে প্রথমবার প্রযোজনা করলেন তিনি । অ্যামাজ়ন প্রাইমে 15 মুক্তি পাবে এই ছবি ।