ETV Bharat / sitara

দুর্বল পশুনিরাপত্তা আইন নিয়ে সরব অনুষ্কা... - Virat Kohli

নিজে একজন সুপরিচিত পশুপ্রেমী। আর এবার পশুনিরাপত্তা নিয়ে তৈরি আইনের বিরুদ্ধে সরব হলেন অনুষ্কা শর্মা। ANI সূত্রে জানা গেল এই খবর।

অনুষ্কা শর্মা
author img

By

Published : Aug 13, 2019, 6:45 PM IST

মুম্বই : জীবজগতের সেরা প্রাণী হয়েও যদি আমরা কণ্ঠহীন প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে না ভাবি, তাহলে কি আমরা এই 'সেরা' তকমার যোগ্য? প্রশ্ন তুলেছেন অনুষ্কা।

একটি বিবৃতিতে অনুষ্কা বলেন, "যদি আমরা উন্নত প্রজাতির প্রাণী হয়ে এই কণ্ঠহীন প্রাণীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে নিজেদের উন্নত প্রজাতির প্রাণী ভাবাটাও লজ্জার। এটা আমাদেরই দায়িত্ব, এই প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে ভাবার, ওদের মানবিকভাবে যত্ন করার, সেটা নিয়ে আলোচনা করার।"

অনুষ্কা শর্মা
পোষ্যের সঙ্গে...

অনুষ্কা আরও বলেন, "পশুনিরাপত্তা নিয়ে যে আইনগুলো রয়েছে, সেগুলো পশুদের ততটা রক্ষা করে না যতটা করা উচিত। আমি এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে মানুষের মধ্যে এখনও একটা তাচ্ছিল্য কাজ করে এই প্রাণীদের ব্যাপারে। কড়া আইনের অভাবেই তাঁরা এই অবকাশ পান।"

অনুষ্কা শর্মা
সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু অনুষ্কার

এই পৃথিবী শুধুমাত্র মানুষের নয়। সমস্ত লিভিং অবজেক্টের জন্যই এই পৃথিবী। মানুষ ছাড়া অন্য প্রাণীদের সঙ্গে হওয়া অন্য়ায়েরও সুবিচার দরকার। এই বলে অনুষ্কা সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু করলেন।

অনুষ্কা শর্মা
অনুষ্কার ইনস্টাস্টোরি...

মুম্বই : জীবজগতের সেরা প্রাণী হয়েও যদি আমরা কণ্ঠহীন প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে না ভাবি, তাহলে কি আমরা এই 'সেরা' তকমার যোগ্য? প্রশ্ন তুলেছেন অনুষ্কা।

একটি বিবৃতিতে অনুষ্কা বলেন, "যদি আমরা উন্নত প্রজাতির প্রাণী হয়ে এই কণ্ঠহীন প্রাণীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে নিজেদের উন্নত প্রজাতির প্রাণী ভাবাটাও লজ্জার। এটা আমাদেরই দায়িত্ব, এই প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে ভাবার, ওদের মানবিকভাবে যত্ন করার, সেটা নিয়ে আলোচনা করার।"

অনুষ্কা শর্মা
পোষ্যের সঙ্গে...

অনুষ্কা আরও বলেন, "পশুনিরাপত্তা নিয়ে যে আইনগুলো রয়েছে, সেগুলো পশুদের ততটা রক্ষা করে না যতটা করা উচিত। আমি এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে মানুষের মধ্যে এখনও একটা তাচ্ছিল্য কাজ করে এই প্রাণীদের ব্যাপারে। কড়া আইনের অভাবেই তাঁরা এই অবকাশ পান।"

অনুষ্কা শর্মা
সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু অনুষ্কার

এই পৃথিবী শুধুমাত্র মানুষের নয়। সমস্ত লিভিং অবজেক্টের জন্যই এই পৃথিবী। মানুষ ছাড়া অন্য প্রাণীদের সঙ্গে হওয়া অন্য়ায়েরও সুবিচার দরকার। এই বলে অনুষ্কা সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু করলেন।

অনুষ্কা শর্মা
অনুষ্কার ইনস্টাস্টোরি...
Intro:Body:

পশুনিরপত্তা নিয়ে সরব অনুষ্কা



নিজে একজন সুপরিচিত পশুপ্রেমী। আর এবার পশুনিরাপত্তা নিয়ে আইন বানানোর জন্য সরব হলেন অনুষ্কা শর্মা। ANI সূত্রে জানা গেল এই খবর।



মুম্বই : জীবজগতের সেরা প্রাণী হয়েও যদি আমরা কণ্ঠহীন প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে না ভাবি, তাহলে কি আমরা এই 'সেরা' তকমার যোগ্য? প্রশ্ন তুলেছেন অনুষ্কা।



একটি বিবৃতিতে অনুষ্কা বলেন, "যদি আমরা উন্নত প্রজাতির মানুষ হয়ে এই কণ্ঠহীন প্রাণীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে নিজেদের উন্নত প্রজাতির প্রাণী ভাবাটাও লজ্জার। এটা আমাদেরই দায়িত্ব, এই প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে ভাবার, ওদের মানবিকভাবে যত্ন করার, সেটা নিয়ে আলোচনা করার।"



অনুষ্কা আরও বলেন, "পশুনিরাপত্তা নিয়ে যে আইনগুলো রয়েছে, সেগুলো পশুদের ততটা রক্ষা করে না যতটা করা উচিত। আমি এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে মানুষের মধ্যে এখনও একটা তাচ্ছিল্য কাজ করে এই প্রাণীদের ব্যাপারে। কড়া আইনের অভাবেই তাঁরা এই অবকাশ পায়।"



এই পৃথিবী শুধুমাত্র মানুষের নয়। সমস্ত লিভিং অবজেক্টের জন্যই এই পৃথিবী। মানুষ ছাড়া অন্য প্রাণীদের সঙ্গে হওয়া অন্য়ায়েরও সুবিচার দরকার। এই বলে অনুষ্কা সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু করলেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.