মুম্বই : জীবজগতের সেরা প্রাণী হয়েও যদি আমরা কণ্ঠহীন প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে না ভাবি, তাহলে কি আমরা এই 'সেরা' তকমার যোগ্য? প্রশ্ন তুলেছেন অনুষ্কা।
একটি বিবৃতিতে অনুষ্কা বলেন, "যদি আমরা উন্নত প্রজাতির প্রাণী হয়ে এই কণ্ঠহীন প্রাণীদের সুরক্ষা দিতে না পারি, তাহলে নিজেদের উন্নত প্রজাতির প্রাণী ভাবাটাও লজ্জার। এটা আমাদেরই দায়িত্ব, এই প্রাণীগুলোর সুরক্ষা নিয়ে ভাবার, ওদের মানবিকভাবে যত্ন করার, সেটা নিয়ে আলোচনা করার।"
অনুষ্কা আরও বলেন, "পশুনিরাপত্তা নিয়ে যে আইনগুলো রয়েছে, সেগুলো পশুদের ততটা রক্ষা করে না যতটা করা উচিত। আমি এমন অনেক ঘটনা দেখেছি, যেখানে মানুষের মধ্যে এখনও একটা তাচ্ছিল্য কাজ করে এই প্রাণীদের ব্যাপারে। কড়া আইনের অভাবেই তাঁরা এই অবকাশ পান।"
এই পৃথিবী শুধুমাত্র মানুষের নয়। সমস্ত লিভিং অবজেক্টের জন্যই এই পৃথিবী। মানুষ ছাড়া অন্য প্রাণীদের সঙ্গে হওয়া অন্য়ায়েরও সুবিচার দরকার। এই বলে অনুষ্কা সোশাল মিডিয়ায় #JusticeForAnimal ক্যাম্পেন শুরু করলেন।