ETV Bharat / sitara

অ্যাডিলেডে ভারতের হার, ফের ট্রোলারদের নিশানায় অনুষ্কা শর্মা - ভারতীয় ক্রিকেটের হার

অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে ভারতের লজ্জাজনক হার । মাত্র 36 রানে 9 উইকেটে শেষ হয় ভারতীয় ইনিংস । আর প্রত্যেকবারের মতো এবারেও অনুষ্কা শর্মাকে ট্রোলের মুখে পড়তে হয় । সোশাল মিডিয়ায় একের পর এক কটূক্তি আসতে থাকে অভিনেত্রীর বিরুদ্ধে ।

Anushka sharma trolled for india loss
Anushka sharma trolled for india loss
author img

By

Published : Dec 19, 2020, 5:56 PM IST

মুম্বই : আবার ট্রোলের শিকার অনুষ্কা শর্মা । না কোনও ফিল্মের জন্য নয়, তাঁর কোনও খারাপ আচরণ বা সোশাল মিডিয়া পোস্টের জন্যও নয় । অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের খারাপ পারফর্মেন্সের জন্য ফের একবার নিন্দুকদের নিশানায় অনুষ্কা ।

আজকের ম্যাচে প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে 4 রানে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি । ঋদ্ধিমান সাহা, অশ্বিন সফল না হওয়ায় 8 উইকেটের বিনিময়ে মাত্র 26 রান তোলে ভারত । শেষে শামি ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়ায় 36 রানে 9 উইকেটে শেষ হয় ভারতীয় ইনিংস ।

অবশ্যই এই হার লজ্জার । তবে তার জন্য অনুষ্কা শর্মাকে কাঠগড়ায় দাঁড় করানো বোধহয় আরও লজ্জার । সোশাল মিডিয়ায় একদল মানুষ যেখানে অনুষ্কার সমর্থনে দাঁড়াচ্ছেন, সেখানে অন্য পক্ষ লাগাতার আক্রমণ করে চলেছেন অভিনেত্রীকে ।

মিম থেকে শুরু করে ব্যঙ্গার্থক চুটকি..টুইটার প্রায় ভরে গেছে এই জাতীয় কনটেন্টে । তবে এই প্রথমবার নয়, বিরাট কোহলি থাকাকালীন ভারতীয় ক্রিকেটে যতবার বিপর্যয় নেমেছে, ততবারই অনুষ্কাকে ট্রোল করেছে একদল মানুষ । আর এবার অনুষ্কার প্রেগনেন্সি এবং বিরাটের ছুটি নেওয়ার বিষয়টিকেও টার্গেট করেছে তারা ।

তবে কেউ কেউ এই ধরনের অহেতুক আক্রমণের বিরোধীতাও করেছেন । তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি নয় ।

মুম্বই : আবার ট্রোলের শিকার অনুষ্কা শর্মা । না কোনও ফিল্মের জন্য নয়, তাঁর কোনও খারাপ আচরণ বা সোশাল মিডিয়া পোস্টের জন্যও নয় । অস্ট্রেলিয়ার ম্যাচে ভারতের খারাপ পারফর্মেন্সের জন্য ফের একবার নিন্দুকদের নিশানায় অনুষ্কা ।

আজকের ম্যাচে প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে 4 রানে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি । ঋদ্ধিমান সাহা, অশ্বিন সফল না হওয়ায় 8 উইকেটের বিনিময়ে মাত্র 26 রান তোলে ভারত । শেষে শামি ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়ায় 36 রানে 9 উইকেটে শেষ হয় ভারতীয় ইনিংস ।

অবশ্যই এই হার লজ্জার । তবে তার জন্য অনুষ্কা শর্মাকে কাঠগড়ায় দাঁড় করানো বোধহয় আরও লজ্জার । সোশাল মিডিয়ায় একদল মানুষ যেখানে অনুষ্কার সমর্থনে দাঁড়াচ্ছেন, সেখানে অন্য পক্ষ লাগাতার আক্রমণ করে চলেছেন অভিনেত্রীকে ।

মিম থেকে শুরু করে ব্যঙ্গার্থক চুটকি..টুইটার প্রায় ভরে গেছে এই জাতীয় কনটেন্টে । তবে এই প্রথমবার নয়, বিরাট কোহলি থাকাকালীন ভারতীয় ক্রিকেটে যতবার বিপর্যয় নেমেছে, ততবারই অনুষ্কাকে ট্রোল করেছে একদল মানুষ । আর এবার অনুষ্কার প্রেগনেন্সি এবং বিরাটের ছুটি নেওয়ার বিষয়টিকেও টার্গেট করেছে তারা ।

তবে কেউ কেউ এই ধরনের অহেতুক আক্রমণের বিরোধীতাও করেছেন । তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.