ETV Bharat / sitara

অনুষ্কা পেলেন বিশেষ উপহার - অনুষ্কা শর্মার খবর

অনুষ্কা শর্মা পেলেন বিশেষ উপহার । তাও আবার একজন বিশেষ মানুষের কাছ থেকে । সেলেব্রিটি ডিজ়াইনার সব্যসাচী মুখার্জি অনুষ্কাকে পাঠালেন কিছু বিশেষভাবে তৈরি গয়না ।

Sabyasachi gifts Anushka Sharma
Sabyasachi gifts Anushka Sharma
author img

By

Published : Nov 26, 2020, 6:25 PM IST

মুম্বই : অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির বিয়ের দিনটা মনে আছে ? 2017 সালে হওয়া সেই বিয়ে আজও ভুলতে পারেননি অনুরাগীরা । বিশেষ করে অনুষ্কার সেই সাজ তো আজও কত মেয়েকে অনুপ্রাণিত করে, নিজের বিয়ের দিনে তারা অনুষ্কার মতো সেজে উঠতে চায় । আর এই রূপকথার নেপথ্যে অন্যতম কারিগর একজন মানুষ, তাঁর নাম সব্যসাচী মুখার্জি ।

সব্যসাচীই অনুষ্কা আর বিরাটকে সেই স্বপ্নে দেখা রাজা-রানির মতো সাজিয়ে তুলেছিলেন । তারপরেও অনুষ্কা একাধিকবার সব্যসাচীর হাতে সেজে উঠেছেন ।

সেই সব্যসাচীই অনুষ্কাকে উপহার দিলেন এক বিশেষভাবে তৈরি গয়না । গয়নায় অনুষ্কার নামের আদ্যক্ষর A এবং বিরাটের নামের আদ্যক্ষর V জ্বলজ্বল করছে । সোনার তৈরি সেই ভিক্টোরিয়ান স্টাইল নেকপিসে রয়েছে অনেক দামী পাথরও ।

সঙ্গে একটা ছোট্ট লেখা নোটে অনুষ্কাকে প্রেগনেন্সির জন্য শুভেচ্ছা জানিয়ে ডিজ়াইনার লিখেছেন, "তোমাদের দু'জনকে কনগ্র্যাচুলেশনস । আমাদের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ।"

সব্যসাচীর এই উপহারে খুব খুশি অনুষ্কা । ইনস্টাস্টোরিতে গয়নার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "ওহ সব্য....মায়েস্ট্রো সব্যসাচী" । দেখে নিন..

Sabyasachi gifts Anushka Sharma
অনুষ্কার ইনস্টাস্টোরি..

মুম্বই : অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির বিয়ের দিনটা মনে আছে ? 2017 সালে হওয়া সেই বিয়ে আজও ভুলতে পারেননি অনুরাগীরা । বিশেষ করে অনুষ্কার সেই সাজ তো আজও কত মেয়েকে অনুপ্রাণিত করে, নিজের বিয়ের দিনে তারা অনুষ্কার মতো সেজে উঠতে চায় । আর এই রূপকথার নেপথ্যে অন্যতম কারিগর একজন মানুষ, তাঁর নাম সব্যসাচী মুখার্জি ।

সব্যসাচীই অনুষ্কা আর বিরাটকে সেই স্বপ্নে দেখা রাজা-রানির মতো সাজিয়ে তুলেছিলেন । তারপরেও অনুষ্কা একাধিকবার সব্যসাচীর হাতে সেজে উঠেছেন ।

সেই সব্যসাচীই অনুষ্কাকে উপহার দিলেন এক বিশেষভাবে তৈরি গয়না । গয়নায় অনুষ্কার নামের আদ্যক্ষর A এবং বিরাটের নামের আদ্যক্ষর V জ্বলজ্বল করছে । সোনার তৈরি সেই ভিক্টোরিয়ান স্টাইল নেকপিসে রয়েছে অনেক দামী পাথরও ।

সঙ্গে একটা ছোট্ট লেখা নোটে অনুষ্কাকে প্রেগনেন্সির জন্য শুভেচ্ছা জানিয়ে ডিজ়াইনার লিখেছেন, "তোমাদের দু'জনকে কনগ্র্যাচুলেশনস । আমাদের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ।"

সব্যসাচীর এই উপহারে খুব খুশি অনুষ্কা । ইনস্টাস্টোরিতে গয়নার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "ওহ সব্য....মায়েস্ট্রো সব্যসাচী" । দেখে নিন..

Sabyasachi gifts Anushka Sharma
অনুষ্কার ইনস্টাস্টোরি..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.