মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-তে সোশাল মিডিয়া উপচে পড়ছে ভালোবাসার বার্তায় । প্রেমিক, প্রেমিকা, বাবা-মা, বন্ধু, সন্তান সবাইকে আজ ভালোবাসায় ভরিয়ে দেওয়ার দিন । বিরাট কোহলিকে নিয়ে তাই আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুষ্কা শর্মা ।
যদিও ভ্যালেন্টাইন'স ডে নিয়ে আলাদা করে মাতামাতি করেন না বিরুষ্কা । তবে একটা সোশাল মিডিয়া পোস্ট তো প্রত্যেক বছরই বরাদ্দ থাকে ।
সূর্যাস্ত আর সমুদ্রের ব্যাকড্রপে একে অপরকে আলতো ছোঁয়ায় ধরে রেখেছেন বিরাট আর অনুষ্কা । হাসিমুখে দু'জন দু'জনের দিকে তাকিয়ে তাঁরা । শুধু প্রেম নয়, ভরসা আর নির্ভরশীলতা প্রকট তাঁদের চাহনিতে ।
ছবিটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, "শুধুমাত্র এই দিনটি নিয়ে আলাদা করে মাতামাতি নেই, তবে সূর্যাস্তের ছবিটি শেয়ার করার জন্য এই দিনটি সবচেয়ে উপযুক্ত । আমার ভ্যালেন্টাইন...প্রত্যেকদিন, সারা জীবন এবং তারপরেও ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">