ETV Bharat / sitara

মেয়ে হওয়ার পর অনুষ্কার কি অবস্থা দেখুন ! - অনুষ্কা শর্মার খবর

মেয়ে হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় পোস্ট করলেন অনুষ্কা শর্মা । কাঁধে লালাপোষ নিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । এখন নাকি এটাই তাঁর প্রিয় অ্যাক্সেসরি ।

Anushka Sharma daughter vamika
Anushka Sharma daughter vamika
author img

By

Published : Feb 7, 2021, 12:53 PM IST

মুম্বই : মা হয়েছেন অনুষ্কা শর্মা । এখন মেয়ে ভামিকাকে কেন্দ্র করেই তাঁর জীবন । তাই মেয়ের লালাপোশটাই অনুষ্কার প্রিয় অ্যাক্সেসরি বা সাজের পোশাক হয়ে উঠেছে ।

ইনস্টাগ্রামে একটি মিরর সেলফি শেয়ার করেছেন অনুষ্কা । তাঁর ফিগার দেখে বোঝার উপায় নেই যে, কয়েকদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী । হাতে মোবাইল নিয়ে পাউট করে ছবিটি তুলেছেন অনুষ্কা ।

ক্যাপশনে লিখেছেন, "এই মুহূর্তে আমার প্রিয় অ্যাক্সেসরি...লালাপোষ" । সেলেব্রিটি থেকে শুরু করে তাঁর অনুরাগীরা বেশ মজা পেয়েছেন অনুষ্কার এই পোস্টে ।

তবে ছবিতে ভামিকার এক ঝলকও দেখতে পেল না কেউ । আক্ষেপ তো রয়েই গেল ।

মুম্বই : মা হয়েছেন অনুষ্কা শর্মা । এখন মেয়ে ভামিকাকে কেন্দ্র করেই তাঁর জীবন । তাই মেয়ের লালাপোশটাই অনুষ্কার প্রিয় অ্যাক্সেসরি বা সাজের পোশাক হয়ে উঠেছে ।

ইনস্টাগ্রামে একটি মিরর সেলফি শেয়ার করেছেন অনুষ্কা । তাঁর ফিগার দেখে বোঝার উপায় নেই যে, কয়েকদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী । হাতে মোবাইল নিয়ে পাউট করে ছবিটি তুলেছেন অনুষ্কা ।

ক্যাপশনে লিখেছেন, "এই মুহূর্তে আমার প্রিয় অ্যাক্সেসরি...লালাপোষ" । সেলেব্রিটি থেকে শুরু করে তাঁর অনুরাগীরা বেশ মজা পেয়েছেন অনুষ্কার এই পোস্টে ।

তবে ছবিতে ভামিকার এক ঝলকও দেখতে পেল না কেউ । আক্ষেপ তো রয়েই গেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.