ETV Bharat / sitara

"আমাদের সন্তান বিশেষ কেউ নয়, সে অন্য বাচ্চাদের মতোই হবে" - অনুষ্কা শর্মার খবর

প্রেগনেন্ট হওয়ার পর থেকেই মা হওয়ার জার্নি শুরু হয়ে যায় মেয়েদের । তাই বাচ্চার জন্মের আগে থেকেই অনেক প্ল্যানিং শুরু হয়ে যায় । ঠিক যেমন শুরু হয়ে গেছে অনুষ্কা শর্মারও । আর তাঁর সঙ্গে ছায়ার মতো রয়েছেন বিরাট কোহলিও ।

anushka sharma as parent
anushka sharma as parent
author img

By

Published : Dec 31, 2020, 9:55 AM IST

মুম্বই : বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার সন্তান যে জন্মের পরেই কতটা লাইমলাইট পাবে আন্দাজ করা যায় । আজকাল শুধু তারকা নয়, তাঁদের সন্তানদের নিয়েও কৌতুহলের শেষ নেই মিডিয়ার । বিশেষ করে সোশাল মিডিয়ার দৌলতে তো বাচ্চাদের কোনও সুস্থ শৈশবই থাকে না । এই বিষয়টি নিয়ে বেশ ভাবনাচিন্তা করছেন অনুষ্কা-বিরাট ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনুষ্কা বলেন, "আমরা আমাদের সন্তানকে লোকের চোখের সামনে বড় করতে চাই না । সোশাল মিডিয়ার সামনে ওকে আনতেই চাই না । ও সোশাল মিডিয়ায় আসবে কিনা সেটা ওর সিদ্ধান্ত হওয়া উচিত, আমাদের নয় ।"

তিনি আরও বলেন, "আমাদের সন্তান বিশেষ কেউ নয়, আর পাঁচটা বাচ্চার থেকে ওকে বিশেষ ভাবার কোনও কারণ নেই । আমরা জানি যে, বড়দের পক্ষে এটা বোঝা একটু কঠিন । তবে আমি আর বিরাট এভাবেই মানুষ করতে চাই আমাদের সন্তানকে ।"

anushka sharma as parent
.

বিরাট বা অনুষ্কা যা-ই বলুন না কেন, তাঁদের সন্তান যে মিডিয়া সেনসেশন হবে সেটা বেশ স্পষ্ট । শর্মিলা ঠাকুর তো বলেই দিয়েছেন, "বিরাট-অনুষ্কার সন্তান হলে তইমুরের থেকে মানুষের নজর একটু কমবে ।"

2021 সালের জানুয়ারি মাসে নতুন অতিথি আসবে বিরুষ্কার মিষ্টি সংসারে । সেই দিনটির দিকে তাকিয়ে অনুরাগীরা ।

মুম্বই : বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার সন্তান যে জন্মের পরেই কতটা লাইমলাইট পাবে আন্দাজ করা যায় । আজকাল শুধু তারকা নয়, তাঁদের সন্তানদের নিয়েও কৌতুহলের শেষ নেই মিডিয়ার । বিশেষ করে সোশাল মিডিয়ার দৌলতে তো বাচ্চাদের কোনও সুস্থ শৈশবই থাকে না । এই বিষয়টি নিয়ে বেশ ভাবনাচিন্তা করছেন অনুষ্কা-বিরাট ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অনুষ্কা বলেন, "আমরা আমাদের সন্তানকে লোকের চোখের সামনে বড় করতে চাই না । সোশাল মিডিয়ার সামনে ওকে আনতেই চাই না । ও সোশাল মিডিয়ায় আসবে কিনা সেটা ওর সিদ্ধান্ত হওয়া উচিত, আমাদের নয় ।"

তিনি আরও বলেন, "আমাদের সন্তান বিশেষ কেউ নয়, আর পাঁচটা বাচ্চার থেকে ওকে বিশেষ ভাবার কোনও কারণ নেই । আমরা জানি যে, বড়দের পক্ষে এটা বোঝা একটু কঠিন । তবে আমি আর বিরাট এভাবেই মানুষ করতে চাই আমাদের সন্তানকে ।"

anushka sharma as parent
.

বিরাট বা অনুষ্কা যা-ই বলুন না কেন, তাঁদের সন্তান যে মিডিয়া সেনসেশন হবে সেটা বেশ স্পষ্ট । শর্মিলা ঠাকুর তো বলেই দিয়েছেন, "বিরাট-অনুষ্কার সন্তান হলে তইমুরের থেকে মানুষের নজর একটু কমবে ।"

2021 সালের জানুয়ারি মাসে নতুন অতিথি আসবে বিরুষ্কার মিষ্টি সংসারে । সেই দিনটির দিকে তাকিয়ে অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.