ETV Bharat / sitara

ব্লু বেরি কেকে মেয়ের দু'মাস সেলিব্রেট করলেন অনুষ্কা - Anushka sharma and Virat kohli daughter

দেখতে দেখতে দু'মাস বয়স হয়ে গেল অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির মেয়ে ভামিকার । দিনটিকে সেলিব্রেট করলেন দম্পতি । আনা হল ব্লু বেরি কেক । রামধনু আর পুঞ্জীভূত মেঘে সাজানো সেই কেকেই রূপকথা বুনলেন অনুষ্কা-বিরাট ।

Anushka Sharma celebrates Vamika two month
Anushka Sharma celebrates Vamika two month
author img

By

Published : Mar 11, 2021, 7:33 PM IST

Updated : Mar 11, 2021, 7:45 PM IST

মুম্বই : বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার জীবনে একটা স্বপ্নের মতো এসেছে ভামিকা । মেয়েকে কেন্দ্র করেই নতুন অধ্যায় শুরু করেছেন দম্পতি । তাই সেলিব্রেশনের কোনও সুযোগ ছাড়ছেন না তাঁরা ।

আজ দু'মাসে পা দিল ভামিকা । তার দু'মাস মানে তো বাবা-মা হিসেবে বিরাট-অনুষ্কারও দু'মাস । তাই ব্লু বেরি কেকে দিনটিকে উদযাপন করলেন তাঁরা । তাতে লাগানো দু'টো মোমবাতি ।

কেকের একটি ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'হ্যাপি টু মান্থস টু আস' । যদিও ছোট্টো ভামিকা কেকের স্বাদ নিতে পারল না, কিন্তু তাতে কী ? কাছের সবাই তো আনন্দে মেতে উঠলেন !

এই অনুষ্কার পোস্ট...

Anushka Sharma celebrates Vamika two month
ভামিকার কেক..

মুম্বই : বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার জীবনে একটা স্বপ্নের মতো এসেছে ভামিকা । মেয়েকে কেন্দ্র করেই নতুন অধ্যায় শুরু করেছেন দম্পতি । তাই সেলিব্রেশনের কোনও সুযোগ ছাড়ছেন না তাঁরা ।

আজ দু'মাসে পা দিল ভামিকা । তার দু'মাস মানে তো বাবা-মা হিসেবে বিরাট-অনুষ্কারও দু'মাস । তাই ব্লু বেরি কেকে দিনটিকে উদযাপন করলেন তাঁরা । তাতে লাগানো দু'টো মোমবাতি ।

কেকের একটি ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'হ্যাপি টু মান্থস টু আস' । যদিও ছোট্টো ভামিকা কেকের স্বাদ নিতে পারল না, কিন্তু তাতে কী ? কাছের সবাই তো আনন্দে মেতে উঠলেন !

এই অনুষ্কার পোস্ট...

Anushka Sharma celebrates Vamika two month
ভামিকার কেক..
Last Updated : Mar 11, 2021, 7:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.