ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে কাছে নেই বিরাট, মন খারাপ অনুষ্কার - অনুষ্কা শর্মার খবর

আজ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার তৃতীয় বিবাহবার্ষিকী । তবে বিশেষ দিনে বিশেষ মানুষ কাছে নেই । বিরাট রয়েছেন তাঁর ক্রিকেট টিমের সঙ্গে অস্ট্রেলিয়াতে । তাই মন খারাপ অনুষ্কার ।

Anushka sharma miss Virat kohli
Anushka sharma miss Virat kohli
author img

By

Published : Dec 11, 2020, 12:53 PM IST

মুম্বই : দেখতে দেখতে তিনটে বছর কেটে বিরাট আর অনুষ্কার বিবাহিত জীবনে । এখনও তাঁদের বিয়ের সাজ, বিয়ের লোকেশন, বিয়ের ভিডিয়োগ্রাফি নিয়ে চর্চা চলে । এমনই রূপকথার মতো করে সাজিয়েছিলেন তাঁরা বিয়ের অনুষ্ঠানটিকে । সেই বিয়ে তিন বছর পূর্ণ করল খুব সফলভাবে ।

তবে আজ বিরাট নেই অনুষ্কার কাছে । তিনি রয়েছেন অস্ট্রেলিয়াতে তাঁর ক্রিকেট টিমের সঙ্গে । তাই মন খারাপ অভিনেত্রীর ।

একটি সোশাল মিডিয়া পোস্টে দু'জনের অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন অনুষ্কা । তাঁদের সেই ছবি দেখে ঘোর কাটাতে পারছেন না অনুরাগীরা । এক দারুণ প্রাকৃতিক ল্যান্ডস্কেপের সামনে একে অপরকে জড়িয়ে রয়েছেন তাঁরা ।

ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, "আমাদের তিন বছর আর খুব তাড়াতাড়ি আমরা তিনজন । মিস ইউ ।" দেখে নিন তাঁর পোস্ট...

বিরাটও তাঁর স্ত্রীকে মনে করে একটি পোস্ট করেছেন । বিয়ের দিনে তোলা অনুষ্কার সাদা-কালো ছবি । বিরাট লিখেছেন, "একসঙ্গে তিন বছর এবং সারা জীবন..."

বিরাট অনুষ্কার মিষ্টি প্রেম আজ সারাদিন সোশাল মিডিয়াকে ভাসিয়ে রাখবে । তাঁদের শুভেচ্ছা জানায় ETV ভারত ।

মুম্বই : দেখতে দেখতে তিনটে বছর কেটে বিরাট আর অনুষ্কার বিবাহিত জীবনে । এখনও তাঁদের বিয়ের সাজ, বিয়ের লোকেশন, বিয়ের ভিডিয়োগ্রাফি নিয়ে চর্চা চলে । এমনই রূপকথার মতো করে সাজিয়েছিলেন তাঁরা বিয়ের অনুষ্ঠানটিকে । সেই বিয়ে তিন বছর পূর্ণ করল খুব সফলভাবে ।

তবে আজ বিরাট নেই অনুষ্কার কাছে । তিনি রয়েছেন অস্ট্রেলিয়াতে তাঁর ক্রিকেট টিমের সঙ্গে । তাই মন খারাপ অভিনেত্রীর ।

একটি সোশাল মিডিয়া পোস্টে দু'জনের অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন অনুষ্কা । তাঁদের সেই ছবি দেখে ঘোর কাটাতে পারছেন না অনুরাগীরা । এক দারুণ প্রাকৃতিক ল্যান্ডস্কেপের সামনে একে অপরকে জড়িয়ে রয়েছেন তাঁরা ।

ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, "আমাদের তিন বছর আর খুব তাড়াতাড়ি আমরা তিনজন । মিস ইউ ।" দেখে নিন তাঁর পোস্ট...

বিরাটও তাঁর স্ত্রীকে মনে করে একটি পোস্ট করেছেন । বিয়ের দিনে তোলা অনুষ্কার সাদা-কালো ছবি । বিরাট লিখেছেন, "একসঙ্গে তিন বছর এবং সারা জীবন..."

বিরাট অনুষ্কার মিষ্টি প্রেম আজ সারাদিন সোশাল মিডিয়াকে ভাসিয়ে রাখবে । তাঁদের শুভেচ্ছা জানায় ETV ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.