ETV Bharat / sitara

অভিযোগ অস্বীকার অনুরাগের, পলিগ্রাফ টেস্টের দাবি পায়েলের - Payal demands narco analysis

সম্প্রতি একটি টুইট করেন পায়েল । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি । লেখেন, "জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে মিথ্যে কথা বলেছেন মিস্টার কাশ্যপ...আবেদন জানাচ্ছি যেন মিস্টার কাশ্যপের নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর ও পলিগ্রাফ টেস্ট করা হয় । তাহলেই সত্যিটা সামনে বেরিয়ে আসবে ।"

dfg
fg
author img

By

Published : Oct 2, 2020, 7:27 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কয়েকদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ তুলে থানায় FIR দায়ের করেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সেই মতো গতকাল ভারসোভা থানায় হাজিরা দিয়েছিলেন অনুরাগ । যদিও জিজ্ঞাসাবাদের সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি । এদিকে পায়েলের দাবি, পুলিশের সামনে মিথ্যে কথা বলেছেন অনুরাগ । তাই তাঁর পলিগ্রাফ টেস্ট ও নারকো অ্যানালিসিসের দাবি জানিয়েছেন পায়েল ।

সম্প্রতি একটি টুইট করেন পায়েল । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি । লেখেন, "জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে মিথ্যে কথা বলেছেন মিস্টার কাশ্যপ...আবেদন জানাচ্ছি যেন মিস্টার কাশ্যপের নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর ও পলিগ্রাফ টেস্ট করা হয় । তাহলেই সত্যিটা সামনে বেরিয়ে আসবে ।"

  • Mr.Kashyap has lied bfr police in his statement..my Lawyer,is moving an application 2conduct Narco Analysis,Lie Detector &Polygraph Test of Mr.kashyap 2find out d truth Today application wl be filed to d police station,4 d interest of Justice @narendramodi @AmitShah #BetiBachao

    — Payal Ghosh (@iampayalghosh) October 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পায়েলের অভিযোগের ভিত্তিতে গতকাল ভারসোভা থানায় হাজিরা দিয়েছিলেন অনুরাগ । তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি একটি বিবৃতিতে বলেন, "এই ধরনের ঘটনা কখনও ঘটেনি বলে জানিয়েছেন মিস্টার কাশ্যপ । তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।"

পায়েলের অভিযোগ, 2013 সালের অগাস্টে একটি কাজের জন্য তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন অনুরাগ । তখনই তাঁকে অনুরাগ যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, "2013-র অগাস্টে নিজের বাড়িতেই ছিলেন না অনুরাগ । একটি ছবির শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গিয়েছিলেন তিনি । আর হঠাৎ করে 2013 সালের একটা ঘটনাকে এইভাবে প্রকাশ করে অভিযোগ দায়ের করেছেন পায়েল । অনুরাগকে বদনাম করার জন্যই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে ।"

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের সঙ্গে রাজভবনে যান পায়েল । সেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছিলেন । রাজ্যপালকে গোটা ঘটনার কথা জানানোর পাশাপাশি 'Y' ক্যাটেগরি সুরক্ষার দাবিও জানিয়েছিলেন তিনি ।

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কয়েকদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ তুলে থানায় FIR দায়ের করেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । সেই মতো গতকাল ভারসোভা থানায় হাজিরা দিয়েছিলেন অনুরাগ । যদিও জিজ্ঞাসাবাদের সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি । এদিকে পায়েলের দাবি, পুলিশের সামনে মিথ্যে কথা বলেছেন অনুরাগ । তাই তাঁর পলিগ্রাফ টেস্ট ও নারকো অ্যানালিসিসের দাবি জানিয়েছেন পায়েল ।

সম্প্রতি একটি টুইট করেন পায়েল । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি । লেখেন, "জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে মিথ্যে কথা বলেছেন মিস্টার কাশ্যপ...আবেদন জানাচ্ছি যেন মিস্টার কাশ্যপের নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর ও পলিগ্রাফ টেস্ট করা হয় । তাহলেই সত্যিটা সামনে বেরিয়ে আসবে ।"

  • Mr.Kashyap has lied bfr police in his statement..my Lawyer,is moving an application 2conduct Narco Analysis,Lie Detector &Polygraph Test of Mr.kashyap 2find out d truth Today application wl be filed to d police station,4 d interest of Justice @narendramodi @AmitShah #BetiBachao

    — Payal Ghosh (@iampayalghosh) October 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পায়েলের অভিযোগের ভিত্তিতে গতকাল ভারসোভা থানায় হাজিরা দিয়েছিলেন অনুরাগ । তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তিনি । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি একটি বিবৃতিতে বলেন, "এই ধরনের ঘটনা কখনও ঘটেনি বলে জানিয়েছেন মিস্টার কাশ্যপ । তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি ।"

পায়েলের অভিযোগ, 2013 সালের অগাস্টে একটি কাজের জন্য তাঁকে নিজের বাড়িতে ডেকেছিলেন অনুরাগ । তখনই তাঁকে অনুরাগ যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনুরাগ । এ প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, "2013-র অগাস্টে নিজের বাড়িতেই ছিলেন না অনুরাগ । একটি ছবির শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গিয়েছিলেন তিনি । আর হঠাৎ করে 2013 সালের একটা ঘটনাকে এইভাবে প্রকাশ করে অভিযোগ দায়ের করেছেন পায়েল । অনুরাগকে বদনাম করার জন্যই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে ।"

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের সঙ্গে রাজভবনে যান পায়েল । সেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছিলেন । রাজ্যপালকে গোটা ঘটনার কথা জানানোর পাশাপাশি 'Y' ক্যাটেগরি সুরক্ষার দাবিও জানিয়েছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.