ETV Bharat / sitara

"তুমি রকস্টার", অনুরাগের পাশে প্রথম স্ত্রী আরতি - অনুরাগ কাশ্যপের খবর

অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়ালেন তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজ । প্রাক্তন স্বামীর বিরুদ্ধে MeToo অভিযোগ আনা একটা 'সস্তা স্টান্ট', সোশাল মিডিয়ায় লিখলেন আরতি ।

Anurag kashyap first wife supports
Anurag kashyap first wife supports
author img

By

Published : Sep 21, 2020, 9:40 AM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে MeToo-র অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । তবে সেই অভিযোগে একটুই বিশ্বাস নেই অনুরাগের প্রথম স্ত্রী আরতির । বিবাহবিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে অনুরাগ যে কাউকে যৌন হেনস্থা করতে পারেন না, সেই নিয়ে নিশ্চিত আরতি ।

IANS-এর প্রতিবেদন অনুযায়ী, আরতি তাঁর আনভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করেছেন । সোশাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তিনি ।

আরতি লিখেছেন, "তুমি একজন রকস্টার অনুরাগ । যেভাবে তুমি নারীদের ক্ষমতায়ণে অংশগ্রহণ করেছ এতদিন ধরে, যেভাবে তুমি মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করেছ, তেমনটাই করে যাও ।"

Anurag kashyap first wife supports
মেয়ে আলিয়ার সঙ্গে অনুরাগ

অনুরাগের কণ্ঠরোধ করার জন্যই তাঁকে দমানোর এই চেষ্টা এবং ব্যর্থ ও বোকা মানুষগুলোই পুরো পরিকল্পনাটির পিছনে রয়েছেন, বিশ্বাস আরতির । তাঁর দেখা অন্যতম "সস্তা স্টান্ট" এটি, পোস্টে লিখেছেন আরতি ।

"আমরা তোমায় ভালোবাসি । এভাবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাও", এই লিখে পোস্ট শেষ করেছেন আরতি । অনুরাগ ও আরতির একটি মেয়েও রয়েছে, নাম আলিয়া (19) ।

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে MeToo-র অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । তবে সেই অভিযোগে একটুই বিশ্বাস নেই অনুরাগের প্রথম স্ত্রী আরতির । বিবাহবিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে অনুরাগ যে কাউকে যৌন হেনস্থা করতে পারেন না, সেই নিয়ে নিশ্চিত আরতি ।

IANS-এর প্রতিবেদন অনুযায়ী, আরতি তাঁর আনভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করেছেন । সোশাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তিনি ।

আরতি লিখেছেন, "তুমি একজন রকস্টার অনুরাগ । যেভাবে তুমি নারীদের ক্ষমতায়ণে অংশগ্রহণ করেছ এতদিন ধরে, যেভাবে তুমি মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করেছ, তেমনটাই করে যাও ।"

Anurag kashyap first wife supports
মেয়ে আলিয়ার সঙ্গে অনুরাগ

অনুরাগের কণ্ঠরোধ করার জন্যই তাঁকে দমানোর এই চেষ্টা এবং ব্যর্থ ও বোকা মানুষগুলোই পুরো পরিকল্পনাটির পিছনে রয়েছেন, বিশ্বাস আরতির । তাঁর দেখা অন্যতম "সস্তা স্টান্ট" এটি, পোস্টে লিখেছেন আরতি ।

"আমরা তোমায় ভালোবাসি । এভাবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাও", এই লিখে পোস্ট শেষ করেছেন আরতি । অনুরাগ ও আরতির একটি মেয়েও রয়েছে, নাম আলিয়া (19) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.