মুম্বই : ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ঘটনা নতুন কিছু নয় । শুটিং শুরু হওয়ার পরেও যখন তখন বদলে যায় গল্প, বদলে যায় অভিনেতা, প্রযোজক-পরিচালকদেরও অদল বদল ঘটে । আর এই নিয়ে কোথাও একটা ক্ষোভ বা দুঃখ তো থেকেই যায় বাদ পড়া মানুষটির । 'জগ্গা জাসুস' থেকে বাদ পড়া নিয়েও অনেক ক্ষোভ রয়েছে গোবিন্দার ।
তবে কেন গোবিন্দা অভিনীত সমস্ত দৃশ্য কেটে বাদ দেওয়া হয় ? পরিচালক অনুরাগ জানান যে, একরকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেন তিনি । এমনিতেই শুটিং শুরু হতে দেরি হয়েছিল । তারপর গোবিন্দার দেরি করে সেটে আসা, ফ্লাইট ক্যানসেল করা, শুটিং ক্যানসেল করা এই সব বারতি ঝামেলার কথা চিন্তা করার সময় ছিল না অনুরাগদের....জানালেন পরিচালক ।
এদিকে গোবিন্দা মনে করেন যে, অভিনেতা হিসেবে তিনি যা করার তাই করেছেন । অসুস্থ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা গিয়ে শুটিং করেছেন তিনি । ছবি সই করার সময় কোনও সাইনিং অ্যামাউন্ট নেননি এবং আলাদা কোনও কনট্র্যাক্টও করেননি । তা সত্ত্বেও তাঁর সঙ্গে এমন কেন হল জানেন না গোবিন্দা ।
এতকিছু সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । প্রযোজক রণবীর কাপুর স্বীকার করে নেন যে, 'জগ্গা জাসুস' তাঁর ক্যারিয়ারের অন্যতম ভুল বাণিজ্যিক সিদ্ধান্ত । তবে বেশ কিছু সমালোচকদের মতে অনুরাগ পরিচালিত এই ছবির কিছু গুরুত্বপূর্ণ 'ক্রিয়টিভ ভ্যালু' রয়েছে ।