ETV Bharat / sitara

আমার বানানো সমস্ত ছবির থেকে আলাদা 'লুডো': অনুরাগ

মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত 'লুডো'-র ট্রেলার । দেখে বোঝার উপায় নেই যে এই ছবি অনুরাগ পরিচালনা করেছেন । কারণ, তাঁর বানানো আগের যে কোনও ছবির থেকে আলাদা 'লুডো' । অনুরাগ নিজেও একথা স্বীকার করে নিলেন ।

Anurag basu latest news
Anurag basu latest news
author img

By

Published : Oct 20, 2020, 10:11 AM IST

মুম্বই : অ্যাকশনে ভরপুর 'লুডো' একটি অ্যাডভেঞ্চার ফিল্ম । অনুরাগ বসু পরিচালিত নরম-কোমল চিত্রনাট্যের থেকে অনেকটাই আলাদা এই গল্প । পরিচালক নিজেও স্বীকার করে নিলেন যে, এই ছবিটি বানানোর জার্নি এক্কেবারে আলাদা ।

IANS-কে অনুরাগ বললেন, "লুডো, আমার বানানো সমস্ত ছবির থেকে আলাদা । একটা অ্যাডভেঞ্চারের মতো করে তৈরি ছবিটা । এমন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে ।"

মিউজ়িক কম্পোজ়ার প্রীতমকে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগ । এর আগে তাঁর পরিচালিত 'লাইফ ইন অ্যা মেট্রো' বা 'বরফি'-র মতো একাধিক ছবিতে প্রীতম সুর দিয়েছেন । আর প্রতিটা গানই সুপারহিট হয়েছে । এই ছবিতেও পরিচালক-কম্পোজ়ারের এই জুটিকে দেখার জন্য মুখিয়ে দর্শক ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নেটফ্লিক্সে মুক্তি পাবে 'লুডো' । অনুরাগ বললেন, "নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার জন্য এক ধাক্কায় এই ছবি আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে গেল । সেটাও নিয়েও আমি খুব উচ্ছ্বসিত । দিওয়ালিতে সবাই পরিবারের সঙ্গে উপভোগ করবেন 'লুডো'..."

12 নভেম্বর মুক্তি পাবে অভিষেক বচ্চন, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্র অভিনীতি এই ছবি ।

মুম্বই : অ্যাকশনে ভরপুর 'লুডো' একটি অ্যাডভেঞ্চার ফিল্ম । অনুরাগ বসু পরিচালিত নরম-কোমল চিত্রনাট্যের থেকে অনেকটাই আলাদা এই গল্প । পরিচালক নিজেও স্বীকার করে নিলেন যে, এই ছবিটি বানানোর জার্নি এক্কেবারে আলাদা ।

IANS-কে অনুরাগ বললেন, "লুডো, আমার বানানো সমস্ত ছবির থেকে আলাদা । একটা অ্যাডভেঞ্চারের মতো করে তৈরি ছবিটা । এমন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে ।"

মিউজ়িক কম্পোজ়ার প্রীতমকে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগ । এর আগে তাঁর পরিচালিত 'লাইফ ইন অ্যা মেট্রো' বা 'বরফি'-র মতো একাধিক ছবিতে প্রীতম সুর দিয়েছেন । আর প্রতিটা গানই সুপারহিট হয়েছে । এই ছবিতেও পরিচালক-কম্পোজ়ারের এই জুটিকে দেখার জন্য মুখিয়ে দর্শক ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নেটফ্লিক্সে মুক্তি পাবে 'লুডো' । অনুরাগ বললেন, "নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার জন্য এক ধাক্কায় এই ছবি আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে গেল । সেটাও নিয়েও আমি খুব উচ্ছ্বসিত । দিওয়ালিতে সবাই পরিবারের সঙ্গে উপভোগ করবেন 'লুডো'..."

12 নভেম্বর মুক্তি পাবে অভিষেক বচ্চন, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্র অভিনীতি এই ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.