ETV Bharat / sitara

সামাজিক দূরত্ব মেনেই দেখা হল অনুপম-মনোজ-করণের - অনুপম খেরের সোশাল ডিস্টেন্সিং

সামাজিক দূরত্ব মেনেই দেখা হল অনুপম খের, মনোজ বাজপেয়ি এবং করণ ট্যাকারের । কোনও নতুন প্রোজেক্টের খবর ?

Anupam Kher met Manoj Bajpayee
Anupam Kher met Manoj Bajpayee
author img

By

Published : Jul 22, 2020, 10:25 PM IST

মুম্বই : কোরোনা উত্তর নিউ-নর্মাল লাইফের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন সবাই । বাদ নেই সেলেবরাও । কারণ কোরোনা কাউকে ছেড়ে কথা বলে না । তাই সামাজিক দূরত্ব মেনেই মনোজ বাজপেয়িয়ের সঙ্গে দেখা করলেন অনুপম খের ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অনুপম । সেখানে তাঁর সঙ্গে রয়েছেন মনোজ এবং টেলিভিশন অভিনেতা করণ ট্যাকার । ছবি দেখে মনে হল কোনও অফিশিয়াল কাজের জন্য দেখা করেছেন তাঁরা । যদিও সেটা কী কাজ সেই ইঙ্গিত দেননি অনুপম ।

তিন বয়সী তিন জন মানুষ । তবে মাঝে কোনও জেনারেশন গ্যাপ নেই তাঁদের । অনুপম লিখেছেন, "সামাজিক দূরত্ব !! হ্যাঁ !!! তবে মনোজ বাজপেয়ি, করণ ট্যাকার এই সেক্সি টেকো লোকটার মধ্যে কোনও জেনারেশন গ্যাপ নেই ।"

পোস্টটি নিজের অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন করণও । দেখে নিন...

কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের মা দুলারি খের, ভাই, বৌদি এবং ভাইঝি । তবে তাঁরা এখন সুস্থতার পথে । খুব তাড়াতাড়ি বাড়িতেই আইসোলেশনে থাকতে চলেছেন খের বাড়ির এই চার সদস্য । জানিয়েছিলেন অনুপম ।

মুম্বই : কোরোনা উত্তর নিউ-নর্মাল লাইফের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন সবাই । বাদ নেই সেলেবরাও । কারণ কোরোনা কাউকে ছেড়ে কথা বলে না । তাই সামাজিক দূরত্ব মেনেই মনোজ বাজপেয়িয়ের সঙ্গে দেখা করলেন অনুপম খের ।

সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অনুপম । সেখানে তাঁর সঙ্গে রয়েছেন মনোজ এবং টেলিভিশন অভিনেতা করণ ট্যাকার । ছবি দেখে মনে হল কোনও অফিশিয়াল কাজের জন্য দেখা করেছেন তাঁরা । যদিও সেটা কী কাজ সেই ইঙ্গিত দেননি অনুপম ।

তিন বয়সী তিন জন মানুষ । তবে মাঝে কোনও জেনারেশন গ্যাপ নেই তাঁদের । অনুপম লিখেছেন, "সামাজিক দূরত্ব !! হ্যাঁ !!! তবে মনোজ বাজপেয়ি, করণ ট্যাকার এই সেক্সি টেকো লোকটার মধ্যে কোনও জেনারেশন গ্যাপ নেই ।"

পোস্টটি নিজের অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন করণও । দেখে নিন...

কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের মা দুলারি খের, ভাই, বৌদি এবং ভাইঝি । তবে তাঁরা এখন সুস্থতার পথে । খুব তাড়াতাড়ি বাড়িতেই আইসোলেশনে থাকতে চলেছেন খের বাড়ির এই চার সদস্য । জানিয়েছিলেন অনুপম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.