ETV Bharat / sitara

সুস্থ আছেন অনুপম খেরের মা দুলারি, প্রস্তুত বাড়ি ফেরার জন্য - অনুপম খেরের খবর

কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অনুপম খেরের মা দুলারি খের, দাদা, বউদি ও ভাইঝি । কিন্তু, এখন সুস্থ আছেন অভিনেতার মা । জানালেন সোশাল মিডিয়ার মাধ্যমে ।

anupam kher mother corona news
anupam kher mother corona news
author img

By

Published : Jul 20, 2020, 3:33 PM IST

মুম্বই : 12 জুলাই রিপোর্ট আসে যে, কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা দুলারি খের, দাদা, বউদি ও ভাইঝি । তবে এখন সুস্থতার পথে দুলারি সহ বাকি সকলে । বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত তিনি ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন অনুপম । সেখানে তাঁকে বলতে শোনা গেল, "নমস্কার বন্ধুরা । একটা সুখবর আছে । কোকিলাবেন হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন যে, আমার মা সবরকমের মেডিকেল প্যারামিটার অনুযায়ী সুস্থ আছে । আর খুব তাড়াতাড়ি তিনি বাড়ি গিয়ে আগামী আট দিনের জন্য সেলফ কোয়ারানটিনে থাকবেন ।"

anupam kher mother corona news
.

অনুপম এটাও জানালেন যে, মায়ের সঙ্গে তাঁর দাদা, বৌদি আর ভাইঝিও সুস্থতার পথে । এই খবরে অনেকটাই নিশ্চিন্ত অনুপম । তাই হাসপাতালের ডাক্তার, নার্স এবং সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা ।

ক্যাপশনে অনুপমের আর্জি, "সুস্থ থাকুন, কিন্তু কোরোনা আক্রান্তদের মানসিক ভাবে দূরে ঠেলে দেবেন না । তাঁদের পরিবারের সাহায্য করার চেষ্টা করুন ।"

দেখে নিন অনুপমের ভিডিয়ো বার্তা..

মুম্বই : 12 জুলাই রিপোর্ট আসে যে, কোরোনায় আক্রান্ত অনুপম খেরের মা দুলারি খের, দাদা, বউদি ও ভাইঝি । তবে এখন সুস্থতার পথে দুলারি সহ বাকি সকলে । বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত তিনি ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন অনুপম । সেখানে তাঁকে বলতে শোনা গেল, "নমস্কার বন্ধুরা । একটা সুখবর আছে । কোকিলাবেন হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন যে, আমার মা সবরকমের মেডিকেল প্যারামিটার অনুযায়ী সুস্থ আছে । আর খুব তাড়াতাড়ি তিনি বাড়ি গিয়ে আগামী আট দিনের জন্য সেলফ কোয়ারানটিনে থাকবেন ।"

anupam kher mother corona news
.

অনুপম এটাও জানালেন যে, মায়ের সঙ্গে তাঁর দাদা, বৌদি আর ভাইঝিও সুস্থতার পথে । এই খবরে অনেকটাই নিশ্চিন্ত অনুপম । তাই হাসপাতালের ডাক্তার, নার্স এবং সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা ।

ক্যাপশনে অনুপমের আর্জি, "সুস্থ থাকুন, কিন্তু কোরোনা আক্রান্তদের মানসিক ভাবে দূরে ঠেলে দেবেন না । তাঁদের পরিবারের সাহায্য করার চেষ্টা করুন ।"

দেখে নিন অনুপমের ভিডিয়ো বার্তা..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.