মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । চলছে মন্তব্য পালটা মন্তব্যর পালা । আর এবার এই নিয়ে মন্তব্য করলেন অনুপম খের । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা । সেখানে সবাইকে সুশান্তের পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানান তিনি ।
ভিডিয়োতে হিন্দিতে অনুপম বলেন, "সুশান্তের মৃত্যুর ঘটনা 14 জুন থেকে এখন যে জায়গায় এসে পৌঁছেছে তার অনেকগুলি দিক রয়েছে । এই ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য না করা চোখ বন্ধ করে রাখার সমান । এতদিন ধরে এই নিয়ে আমি কোনও মন্তব্য করিনি । অনেকেই মন্তব্য করছেন না কারণ, কী বলবেন সেটা তাঁরা বুঝতেই পারছেন না । কিন্তু, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে এই তদন্তকে একটা সঠিক দিশায় পৌঁছানো আমাদের দায়িত্বর মধ্যে পড়ে । কারও সমালোচনা করার কোনও প্রয়োজন নেই । কিন্তু, এই পরিস্থিতিতে চুপ করে থাকারও কোনও মানে হয় না । কে দোষী, আর কে নয় সেটা পরে জানা যাবে । তাঁর আত্মীয়, ফ্যান ও শুভাকাঙ্খিরা যাঁরা তাঁর সুবিচারের জন্য লড়াই করছেন তাঁদের পাশে থাকা প্রয়োজন । তাঁরা যেন কখনও এই লড়াইয়ে নিজেদের একলা বলে মনে না করেন । চোখ বন্ধ করে থাকাটা ভীরুতার লক্ষণ ।"
এই ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে লেখেন, "সুশান্তের পরিবার ও ফ্যানদের সত্যিটা জানার অধিকার রয়েছে । এই ঘটনায় অনেক ষড়ষন্ত্রের তথ্য উঠে এসেছে, এখানে কে কোন পক্ষে দাঁড়িয়ে রয়েছে সেটা বড় বিষয় নয়, এই ঘটনার সঠিক একটা কিনারায় পৌঁছানো দরকার । আমাদের সবার সত্যিটা জানা উচিত ।"
-
Sushant’s family & fans deserves to know the truth. So much has been said, there are so many conspiracy theories, but it is not about who stands on which side anymore, it is about ensuring, that this case reaches a logical conclusion. We must know the truth.🙏#JusticeforSushant pic.twitter.com/leL6ItKFuu
— Anupam Kher (@AnupamPKher) August 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sushant’s family & fans deserves to know the truth. So much has been said, there are so many conspiracy theories, but it is not about who stands on which side anymore, it is about ensuring, that this case reaches a logical conclusion. We must know the truth.🙏#JusticeforSushant pic.twitter.com/leL6ItKFuu
— Anupam Kher (@AnupamPKher) August 4, 2020Sushant’s family & fans deserves to know the truth. So much has been said, there are so many conspiracy theories, but it is not about who stands on which side anymore, it is about ensuring, that this case reaches a logical conclusion. We must know the truth.🙏#JusticeforSushant pic.twitter.com/leL6ItKFuu
— Anupam Kher (@AnupamPKher) August 4, 2020
14 জুন থেকে এই ঘটনার তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ । যদিও সুশান্তের আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি । তবে সেই তদন্তের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা । আর সেই কারণেই 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় FIR দায়ের করেন তিনি । তার ভিত্তিতে মুম্বইতে গিয়ে তদন্ত শুরু করে বিহার পুলিশের একটি টিম । কিন্তু, সেখানেও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তোলেন বিহার পুলিশের DG । এরপরই সুশান্তের বাবার সঙ্গে কথা বলে এই ঘটনার তদন্তভার CBI-কে দেওয়ার সুপারিশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ।