ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়লেন অনুপম খের

author img

By

Published : Jun 15, 2020, 9:46 AM IST

সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়ে বলিউডে । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি কেউই । একই অবস্থা অনুপমের । 'এমএস ধোনি : দা আনটোল্ড স্টোরি'-তে সুশান্তের অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

োে্
োে্

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের । এই বিষয়ে কিছু বলার মতো কোনও ভাষাই খুঁজে পাচ্ছেন না তিনি । তাঁর মতে, কিছু দুঃখ বা এমন কিছু ঘটনাকে শব্দে প্রকাশ করা খুবই কঠিন ।

গতকাল সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । প্রথমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিচারিকা । এরপর খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ । অভিনেতার ঘনিষ্ঠদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত । চিকিৎসাও চলছিল । যদিও তাঁর পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেননি ।

এদিকে সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়ে বলিউডে । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি কেউই । একই অবস্থা অনুপমের । 'এমএস ধোনি : দা আনটোল্ড স্টোরি'-তে সুশান্তের অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

সম্প্রতি সুশান্তের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন অনুপম । ভিডিয়োতে কোনওরকমে চোখের জল আটকে রাখতে দেখা গিয়েছিল তাঁকে । এই খবরে যে তিনি অত্যন্ত বিধ্বস্ত তা প্রকাশ পায় তাঁর চোখে মুখে ।

অনুপম বলেন, "ভীষণ পজ়িটিভ ও উদ্যমী ব্যক্তি ছিলেন সুশান্ত । সব সময় আরও বেশি কিছু করার ইচ্ছে ছিল তাঁর ।" তবে একসঙ্গে শুটিং করলেও সুশান্তের সঙ্গে সম্পর্ক খুব একটা গাঢ় হয়নি অনুপমের । তার জন্য অবশ্য শুটিংয়ের চাপকেই দায়ি করেছেন তিনি ।

5 মিনিট 53 সেকেন্ড ভিডিয়োর শেষে সবাইকে ভালোবাসা, ইতিবাচকতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন অনুপম । তিনি বলেন, "সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন । আর বেশি করে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করুন । তাহলেই কে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা খুব সহজেই জানতে পারবেন ।"

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের । এই বিষয়ে কিছু বলার মতো কোনও ভাষাই খুঁজে পাচ্ছেন না তিনি । তাঁর মতে, কিছু দুঃখ বা এমন কিছু ঘটনাকে শব্দে প্রকাশ করা খুবই কঠিন ।

গতকাল সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । প্রথমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিচারিকা । এরপর খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ । অভিনেতার ঘনিষ্ঠদের বক্তব্য, বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত । চিকিৎসাও চলছিল । যদিও তাঁর পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেননি ।

এদিকে সুশান্তের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়ে বলিউডে । তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি কেউই । একই অবস্থা অনুপমের । 'এমএস ধোনি : দা আনটোল্ড স্টোরি'-তে সুশান্তের অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ।

সম্প্রতি সুশান্তের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন অনুপম । ভিডিয়োতে কোনওরকমে চোখের জল আটকে রাখতে দেখা গিয়েছিল তাঁকে । এই খবরে যে তিনি অত্যন্ত বিধ্বস্ত তা প্রকাশ পায় তাঁর চোখে মুখে ।

অনুপম বলেন, "ভীষণ পজ়িটিভ ও উদ্যমী ব্যক্তি ছিলেন সুশান্ত । সব সময় আরও বেশি কিছু করার ইচ্ছে ছিল তাঁর ।" তবে একসঙ্গে শুটিং করলেও সুশান্তের সঙ্গে সম্পর্ক খুব একটা গাঢ় হয়নি অনুপমের । তার জন্য অবশ্য শুটিংয়ের চাপকেই দায়ি করেছেন তিনি ।

5 মিনিট 53 সেকেন্ড ভিডিয়োর শেষে সবাইকে ভালোবাসা, ইতিবাচকতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন অনুপম । তিনি বলেন, "সবার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন । আর বেশি করে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করুন । তাহলেই কে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা খুব সহজেই জানতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.