ETV Bharat / sitara

প্যানডেমিকের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন অনুপম খের - COVID 19

প্যানডেমিকের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন অনুপম খের । শীঘ্রই মুক্তি পাবে বইটি । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে একথা জানান তিনি ।

dfg
dgf
author img

By

Published : Nov 6, 2020, 10:11 PM IST

মুম্বই : নতুন বই লিখছেন অনুপম খের । কোরোনা পরিস্থিতির মধ্যে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা ওই বইতে তুলে ধরছেন তিনি । শীঘ্রই বইটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপম । সেখানে নিজের নতুন বই প্রসঙ্গে তিনি বলেন, "2020 সালের 20 মার্চ আমি নিউ ইয়র্ক থেকে মুম্বই যাই । সেই সময় ভারতে কোরোনা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল । লকডাউন চলছিল । আট মাস আমি ভারতে ছিলাম । সেই সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি দেখেছিলাম । একাধিক মানুষের সমস্যা, আমার পরিবারের সদস্যদের কোরোনায় আক্রান্ত হওয়া । আমরা সবাই বিভিন্ন সমস্যা দেখেছি । যা আমরা কখনও ভাবতেও পারিনি । প্রথমে এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা হত । তারপর ভাবলাম কোরোনা পরিস্থিতিতে অনেক ভালো কিছুও হয়েছে । মানুষ অনেক কিছু শিখেছে । পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছে । অনেক ইতিবাচক বিষয়ও হয়েছে । এই ভাবনাকে আমি বইতে তুলে ধরেছি ।" এভাবেই বই নিয়ে অনুরাগীদের বার্তা দিয়েছেন তিনি ।

আর এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "প্যানডেমিক আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে । এটা আমাদের এমন একটা রাস্তায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমরা নিজেদের খুঁজে পেয়েছি, অনেক ইতিবাচক চিন্তাভাবনা করতে পেরেছি । এই সব বিষয় নিয়ে লকডাউনের উপর আমি একটা বই লেখার চেষ্টা করেছি । শীঘ্রই বই সম্পর্কে আরও অনেক কিছু জানাব । জয় হো !"

এখন আপাতত অ্যামেরিকাতে রয়েছেন অনুপম । পরবর্তী ছবি 'নিউ আমস্টারডাম'-এর শুটিং করছেন তিনি । সেখানে ডাঃ কাপুরের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : নতুন বই লিখছেন অনুপম খের । কোরোনা পরিস্থিতির মধ্যে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা ওই বইতে তুলে ধরছেন তিনি । শীঘ্রই বইটি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অনুপম । সেখানে নিজের নতুন বই প্রসঙ্গে তিনি বলেন, "2020 সালের 20 মার্চ আমি নিউ ইয়র্ক থেকে মুম্বই যাই । সেই সময় ভারতে কোরোনা পরিস্থিতি শুরু হয়ে গিয়েছিল । লকডাউন চলছিল । আট মাস আমি ভারতে ছিলাম । সেই সময় জীবনে অনেক খারাপ পরিস্থিতি দেখেছিলাম । একাধিক মানুষের সমস্যা, আমার পরিবারের সদস্যদের কোরোনায় আক্রান্ত হওয়া । আমরা সবাই বিভিন্ন সমস্যা দেখেছি । যা আমরা কখনও ভাবতেও পারিনি । প্রথমে এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা হত । তারপর ভাবলাম কোরোনা পরিস্থিতিতে অনেক ভালো কিছুও হয়েছে । মানুষ অনেক কিছু শিখেছে । পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছে । অনেক ইতিবাচক বিষয়ও হয়েছে । এই ভাবনাকে আমি বইতে তুলে ধরেছি ।" এভাবেই বই নিয়ে অনুরাগীদের বার্তা দিয়েছেন তিনি ।

আর এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "প্যানডেমিক আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে । এটা আমাদের এমন একটা রাস্তায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমরা নিজেদের খুঁজে পেয়েছি, অনেক ইতিবাচক চিন্তাভাবনা করতে পেরেছি । এই সব বিষয় নিয়ে লকডাউনের উপর আমি একটা বই লেখার চেষ্টা করেছি । শীঘ্রই বই সম্পর্কে আরও অনেক কিছু জানাব । জয় হো !"

এখন আপাতত অ্যামেরিকাতে রয়েছেন অনুপম । পরবর্তী ছবি 'নিউ আমস্টারডাম'-এর শুটিং করছেন তিনি । সেখানে ডাঃ কাপুরের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.