মুম্বই : সম্প্রতি 'ওয়ান ডে' ছবির ট্রেলার লঞ্চে এসেছিলেন অনুপম খের আর এষা গুপ্তা। সেখানে রিপোর্টাররা তাঁদের কাছে বিবেকের এই কাজের প্রতিক্রিয়া জানতে চান।
অনুপম খের এককথায় এই কাজকে "লজ্জাজনক" বলেন। তিনি বলেন, "ওঁর এটা করা উচিত হয়নি।"
অন্যদিকে এষা আরও রুক্ষভাবে বললেন, "এইসব কাজ দেখে একজন মানুষের মানসিকতা বোঝা যায়। বিশেষ করে তুমি যখন কোনও বাচ্চাকে এর মধ্যে জড়াচ্ছ।"