মুম্বই : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে সরব বলিউডের একাধিক তারকা । ঘটনার পর দিনই প্রতিবাদের ঝড় ওঠে সোশাল মিডিয়ায় । গতকাল মুম্বইতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল । ছিলেন বলিউডের একাধিক তারকা । তবে বলিউডের বেশিরভাগ তারকা এই ঘটনার প্রতিবাদ করলেও এই বিষয়ে একটি বাক্যও খরচ করেননি শাহরুখ খান ও আমির খান । তাঁদের মুখ কেন বন্ধ ? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও এই দুই তারকার পাশে দাঁড়িয়েছেন পরিচালক অনুভব সিনহা । বলেছেন, পাঁচ বছর আগে 'অসহিষ্ণুতা' নিয়ে তাঁরা যে মন্তব্য করেছিলেন তা সঠিক ছিল ।
JNU-এর ঘটনা নিয়ে একেবারেই চুপ শাহরুখ ও আমির । আর তাঁদের সমর্থন করে অনুভব টুইট করেছেন । লেখেন, "আপনাদের মনে আছে পাঁচ বছর আগের কথা ? শুধুমাত্র শাহরুখ খান ও আমির খান একটি শব্দ ব্যবহার করেছিলেন । আর তার জন্য তাঁদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল । কেউ তাঁদের পাশে দাঁড়াননি । সেই শব্দটা হল 'অসহিষ্ণুতা'। আর তাঁরা সঠিক ছিলেন ।"
-
Do you remember five years back two superstars of India used a word that they were condemned for and NO ONE stood up for them? NO ONE. The stars were Shah Rukh and Aamir. The word was INTOLERANCE and they were so damn right......
— Anubhav Sinha (@anubhavsinha) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Do you remember five years back two superstars of India used a word that they were condemned for and NO ONE stood up for them? NO ONE. The stars were Shah Rukh and Aamir. The word was INTOLERANCE and they were so damn right......
— Anubhav Sinha (@anubhavsinha) January 5, 2020Do you remember five years back two superstars of India used a word that they were condemned for and NO ONE stood up for them? NO ONE. The stars were Shah Rukh and Aamir. The word was INTOLERANCE and they were so damn right......
— Anubhav Sinha (@anubhavsinha) January 5, 2020
পাঁচ বছর আগের ঘটনা বলতে কোন ঘটনার কথা বলেছেন অনুভব ? ফ্রিজে গো মাংস রাখার অভিযোগে দাদরিতে পিটিয়ে মারা হয় আখলাককে । পাশাপাশি গোরু পাচারকারী সন্দেহেও পিটিয়ে মারা হয়েছিল অনেকজনকে । মূলত দাদরির ঘটনার পর 'অসহিষ্ণুতা' নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ ও আমির । এই ঘটনার প্রতিবাদে অনেকে তারকাই ফিরিয়ে দেন নিজেদের পদক । তাঁদের সমর্থন করেছিলেন শাহরুখ ও আমির । আর 'অসহিষ্ণুতা' নিয়ে মন্তব্যর জন্য সমালোচনার মুখে পড়েন তাঁরা । কেউ কেউ তাঁদের পাকিস্তানে চলে যাওয়ারও পরামর্শ দেন ।
গত বছর ডিসেম্বরেই নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দেশের বিভিন্ন অংশ । ট্রেন, বাস ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা । এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে । 15 ডিসেম্বর সেখানকার পড়ুয়ারা এই আইনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিল । পুলিশ ঘটনাস্থানে পৌঁছলে তাদের লক্ষ্য করে পড়ুয়ারা ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ । পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে । পুলিশের পদক্ষেপ নিয়ে সরব হয়েছিলেন বি টাউনের একাধিক তারকা । তখনও ওই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি শাহরুখ ও আমির । যা নিয়ে তখনও প্রশ্ন তুলেছিলেন সিনেমা জগতের একাংশ ।
এরপর রবিবার সন্ধের দিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখ বেঁধে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক ও পড়ুয়াদের একাংশের উপর রড, পাথর নিয়ে হামলা চালায় তারা । হামলায় প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেন বহু তারকা । সেখানেও কোনও প্রতিবাদের সুর শোনা যায়নি শাহরুখ ও আমিরের গলায় ।