মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক । আর এই অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন' বলে টুইটে দাবি করেছেন তিনি । এই লড়াইয়ে অনুরাগকে সমর্থন জানিয়েছেন একাধিক বলিউড তারকা ।
অনুরাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পরিচালক অনুভব সিনহা লেখেন, "এটা দেখে ভালো লাগছে যে মহিলারা এগিয়ে এসে এর বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করছেন । আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ । এই সময় যখন আপনারা এগিয়ে এসে বুঝিয়ে দিন যে #মিটু আনন্দোলনকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা যাবে না । এই টুইটের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি ।"
-
It is so heartening to see ladies step out to defend some of their worthy counterparts. Thank you ladies, this is time all of you made sure that the #MeToo movement doesn't become a political tool. Through this tweet sending love to you all ❤️❤️❤️ https://t.co/AbISkD6P1M
— Anubhav Sinha (@anubhavsinha) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is so heartening to see ladies step out to defend some of their worthy counterparts. Thank you ladies, this is time all of you made sure that the #MeToo movement doesn't become a political tool. Through this tweet sending love to you all ❤️❤️❤️ https://t.co/AbISkD6P1M
— Anubhav Sinha (@anubhavsinha) September 21, 2020It is so heartening to see ladies step out to defend some of their worthy counterparts. Thank you ladies, this is time all of you made sure that the #MeToo movement doesn't become a political tool. Through this tweet sending love to you all ❤️❤️❤️ https://t.co/AbISkD6P1M
— Anubhav Sinha (@anubhavsinha) September 21, 2020
পরিচালক রাম গোপাল ভার্মা টুইটারে লেখেন, "আমি জানি অনুরাগ কাশ্যপ অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ । 20 বছর ধরে তাঁকে আমি চিনি । এতগুলো বছরে কখনও শুনিনি বা দেখিনি যে উনি কাউকে আঘাত করেছেন...তাই এখন যা ঘটছে সেটাকে ঠিক মেলাতে পারছি না ।"
-
The @anuragkashyap72 i know is a highly sensitive and emotional person and I never ever saw or heard about him hurting anyone in all of the 20 years that I have known him ..So I frankly can’t picture what’s happening now
— Ram Gopal Varma (@RGVzoomin) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The @anuragkashyap72 i know is a highly sensitive and emotional person and I never ever saw or heard about him hurting anyone in all of the 20 years that I have known him ..So I frankly can’t picture what’s happening now
— Ram Gopal Varma (@RGVzoomin) September 21, 2020The @anuragkashyap72 i know is a highly sensitive and emotional person and I never ever saw or heard about him hurting anyone in all of the 20 years that I have known him ..So I frankly can’t picture what’s happening now
— Ram Gopal Varma (@RGVzoomin) September 21, 2020
পায়েলের এই অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে । এবার এই তালিকায় যুক্ত হলেন অনুভব ও রাম গোপাল ।