ETV Bharat / sitara

অনুরাগের পাশে দাঁড়াতে মহিলাদের আবেদন অনুভবের - ram gopal support Anurag

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও পায়েলের এই অভিযোগ মানতে নারাজ অনুভব সিনহা ও রাম গোপাল ভার্মা ।

sdf
sdf
author img

By

Published : Sep 21, 2020, 6:19 PM IST

মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক । আর এই অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন' বলে টুইটে দাবি করেছেন তিনি । এই লড়াইয়ে অনুরাগকে সমর্থন জানিয়েছেন একাধিক বলিউড তারকা ।

অনুরাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পরিচালক অনুভব সিনহা লেখেন, "এটা দেখে ভালো লাগছে যে মহিলারা এগিয়ে এসে এর বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করছেন । আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ । এই সময় যখন আপনারা এগিয়ে এসে বুঝিয়ে দিন যে #মিটু আনন্দোলনকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা যাবে না । এই টুইটের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি ।"

  • It is so heartening to see ladies step out to defend some of their worthy counterparts. Thank you ladies, this is time all of you made sure that the #MeToo movement doesn't become a political tool. Through this tweet sending love to you all ❤️❤️❤️ https://t.co/AbISkD6P1M

    — Anubhav Sinha (@anubhavsinha) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক রাম গোপাল ভার্মা টুইটারে লেখেন, "আমি জানি অনুরাগ কাশ্যপ অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ । 20 বছর ধরে তাঁকে আমি চিনি । এতগুলো বছরে কখনও শুনিনি বা দেখিনি যে উনি কাউকে আঘাত করেছেন...তাই এখন যা ঘটছে সেটাকে ঠিক মেলাতে পারছি না ।"

  • The @anuragkashyap72 i know is a highly sensitive and emotional person and I never ever saw or heard about him hurting anyone in all of the 20 years that I have known him ..So I frankly can’t picture what’s happening now

    — Ram Gopal Varma (@RGVzoomin) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পায়েলের এই অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে । এবার এই তালিকায় যুক্ত হলেন অনুভব ও রাম গোপাল ।

মুম্বই : পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক । আর এই অভিযোগ 'পুরোপুরি ভিত্তিহীন' বলে টুইটে দাবি করেছেন তিনি । এই লড়াইয়ে অনুরাগকে সমর্থন জানিয়েছেন একাধিক বলিউড তারকা ।

অনুরাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পরিচালক অনুভব সিনহা লেখেন, "এটা দেখে ভালো লাগছে যে মহিলারা এগিয়ে এসে এর বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করছেন । আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ । এই সময় যখন আপনারা এগিয়ে এসে বুঝিয়ে দিন যে #মিটু আনন্দোলনকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা যাবে না । এই টুইটের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি ।"

  • It is so heartening to see ladies step out to defend some of their worthy counterparts. Thank you ladies, this is time all of you made sure that the #MeToo movement doesn't become a political tool. Through this tweet sending love to you all ❤️❤️❤️ https://t.co/AbISkD6P1M

    — Anubhav Sinha (@anubhavsinha) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিচালক রাম গোপাল ভার্মা টুইটারে লেখেন, "আমি জানি অনুরাগ কাশ্যপ অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ । 20 বছর ধরে তাঁকে আমি চিনি । এতগুলো বছরে কখনও শুনিনি বা দেখিনি যে উনি কাউকে আঘাত করেছেন...তাই এখন যা ঘটছে সেটাকে ঠিক মেলাতে পারছি না ।"

  • The @anuragkashyap72 i know is a highly sensitive and emotional person and I never ever saw or heard about him hurting anyone in all of the 20 years that I have known him ..So I frankly can’t picture what’s happening now

    — Ram Gopal Varma (@RGVzoomin) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পায়েলের এই অভিযোগ মানতে নারাজ বলিউডের একাধিক তারকা । আর সেই তালিকায় রয়েছেন হনসল মেহতা, বসন বালা, তাপসী পান্নু, টিসকা চোপড়া, সুরভিন চাওলা, মাহি গিল সহ আরও অনেকেই । এছাড়া এই লড়াইয়ে অনুরাগ পাশে পেয়েছেন দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কালকি কেঁকলাকে । এবার এই তালিকায় যুক্ত হলেন অনুভব ও রাম গোপাল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.