মুম্বই : পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য ইতিমধ্যেই কুড়িয়ে নিয়েছেন প্রশংসা । আর এবার আরও এক ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে গেলে সোনু সুদ । কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন ওই ব্যক্তি । তাঁর বাড়ি বারাণসীতে । এই কঠিন সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর । এদিকে স্ত্রীর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য বাড়ি ফিরতে পারছেন না তিনি । তাই সাহায্য চেয়ে সোনুর কাছে আবেদন জানান ওই ব্যক্তির এক প্রতিবেশী ।
সীতারাম বিশ্বনাথ শুক্ল । বয়স 40 বছর । কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন । আর তাঁর পরিবার থাকে বারাণসীতে । এই পরিস্থিতির মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী । কিন্তু, কোনওভাবেই বাড়ি ফিরতে পারছেন না তিনি । সাহায্যের জন্য সোনুর কাছে আবেদন জানান সিতারামের এক পরিচিত । টুইট করে সোনুকে ওই ব্যক্তি লেখেন, "আমার প্রতিবেশী সীতারামের স্ত্রীর মৃত্যু হয়েছে বারাণসীতে । স্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে কোনওভাবেই সেখানে যেতে পারছেন না তিনি । দয়া করে সাহায্য করুন সোনু সুদ স্যার । আপনি ছাড়া আমাদের আর কোনও অপশন নেই ।"
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে যান সোনু । পালটা টুইট করে দুঃখ প্রকাশ করেন তিনি । লেখেন, "এই ঘটনার জন্য আমি দুঃখিত । আমাগীকাল তাঁকে বাড়ি পাঠাব ।"
-
I am sorry for the loss. 🙏 will send him tomorrow. He will reach his home soon. God bless. https://t.co/s6cjHOq819
— sonu sood (@SonuSood) June 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am sorry for the loss. 🙏 will send him tomorrow. He will reach his home soon. God bless. https://t.co/s6cjHOq819
— sonu sood (@SonuSood) June 10, 2020I am sorry for the loss. 🙏 will send him tomorrow. He will reach his home soon. God bless. https://t.co/s6cjHOq819
— sonu sood (@SonuSood) June 10, 2020
লকডাউনের মধ্যে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । আর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিলেন অভিনেতা সোনু সুদ । তবে শুধু বাসই নয়, ট্রেন ও বিমানে করেও শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরান তিনি । ইতিমধ্যেই তাঁর এই উদ্য়োগের প্রশংসা করেছেন বিভিন্ন তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেটিজ়েনরা ।