ETV Bharat / sitara

রিয়াকে আক্রমণ, এবার মাঠে নামলেন অঙ্কিতা - অঙ্কিতা লোখান্ডের খবর

সোশাল মিডিয়ায় একটি লম্বা লেখা পোস্ট করেছেন অঙ্কিতা লোখান্ডে । রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি ।

Ankita lokhande to Rhea chakrabarty
Ankita lokhande to Rhea chakrabarty
author img

By

Published : Sep 10, 2020, 4:14 PM IST

মুম্বই : রিয়া চক্রবর্তীকে নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই । গ্রেপ্তার হওয়ার আগে থেকেই তাঁকে নিয়ে চর্চা করা প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছিল । এবার সেই দলে নাম লেখালেন অঙ্কিতা লোখান্ডেও । রিয়ার বিরুদ্ধে একাধিক প্রশ্ন ছুড়লেন তিনি ।

অঙ্কিতার প্রশ্ন, "কেউ কাউকে ভালোবাসলে সে কি তাকে ড্রাগ দিতে পারে ? আর সে যদি জানতে পারে যে তার প্রেমিক ডিপ্রেশনে ভুগছে, তারপরেও সে ড্রাগ দিয়ে যাবে ?"

Ankita lokhande to Rhea chakrabarty
.

জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলেন যে, সুশান্তের মানসিক স্বাস্থ্যের কথা অভিনেতার পরিবারকে জানিয়েছিলেন তিনি । প্রসঙ্গটি তুলে অঙ্কিতা বলেন, "সুশান্তের পরিবারকে মানসিক অসুস্থতার কথা জানাল আর ড্রাগ নেওয়ার কথা জানাল না ? আমি নিশ্চিত যে ও জানায়নি, কারণ ও নিজেও ড্রাগ নিতে পছন্দ করত ।"

রিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা ওঁর নিজের কর্মফল, মনে করেন অঙ্কিতা । অভিনেত্রী পোস্ট দেখে ধন্য ধন্য করছে নেটিজেনরা । দেখে নিন...

রিয়াকে আক্রমণ করার সঙ্গে কয়েকদিন ধরে অঙ্কিতাকেও ট্রোল করা চলছে সোশাল মিডিয়ায় । তাঁকে "সতীন" বা "বিধবা"-র তকমা দেওয়া হয়েছে ।

মুম্বই : রিয়া চক্রবর্তীকে নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই । গ্রেপ্তার হওয়ার আগে থেকেই তাঁকে নিয়ে চর্চা করা প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছিল । এবার সেই দলে নাম লেখালেন অঙ্কিতা লোখান্ডেও । রিয়ার বিরুদ্ধে একাধিক প্রশ্ন ছুড়লেন তিনি ।

অঙ্কিতার প্রশ্ন, "কেউ কাউকে ভালোবাসলে সে কি তাকে ড্রাগ দিতে পারে ? আর সে যদি জানতে পারে যে তার প্রেমিক ডিপ্রেশনে ভুগছে, তারপরেও সে ড্রাগ দিয়ে যাবে ?"

Ankita lokhande to Rhea chakrabarty
.

জিজ্ঞাসাবাদ চলাকালীন রিয়া বলেন যে, সুশান্তের মানসিক স্বাস্থ্যের কথা অভিনেতার পরিবারকে জানিয়েছিলেন তিনি । প্রসঙ্গটি তুলে অঙ্কিতা বলেন, "সুশান্তের পরিবারকে মানসিক অসুস্থতার কথা জানাল আর ড্রাগ নেওয়ার কথা জানাল না ? আমি নিশ্চিত যে ও জানায়নি, কারণ ও নিজেও ড্রাগ নিতে পছন্দ করত ।"

রিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা ওঁর নিজের কর্মফল, মনে করেন অঙ্কিতা । অভিনেত্রী পোস্ট দেখে ধন্য ধন্য করছে নেটিজেনরা । দেখে নিন...

রিয়াকে আক্রমণ করার সঙ্গে কয়েকদিন ধরে অঙ্কিতাকেও ট্রোল করা চলছে সোশাল মিডিয়ায় । তাঁকে "সতীন" বা "বিধবা"-র তকমা দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.